Swiggy Share: বাজারে শেয়ার ছাড়তেই ‘কোটিপতি’ হবেন এই সংস্থার কর্মীরা ! পাবেন ৯ হাজার কোটির শেয়ার
<p><strong>Swiggy Stock Debut:</strong> ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত হল সুইগির শেয়ার। জোমাটোর সঙ্গে পাল্লা দেবে এবার শেয়ার বাজারেও। আর তালিকাভুক্তির দিনে ৮ শতাংশ উত্থান দেখালেও বহু ব্রোকারেজ হাউজ বলছে আগামীতে এই সংস্থার শেয়ারে ৫০ শতাংশ পর্যন্ত মুনাফার (Swiggy Share) সম্ভাবনা রয়েছে। আর এর পাশাপাশি বাজারে শেয়ার ছাড়তেই কোটিপতির ক্লাবে ঢুকে গিয়েছেন এই সংস্থার সদস্য কর্মীরা। এই জায়ান্ট অনলাইন ফুড ডেলিভারি সংস্থা তাদের ৫ হাজার কর্মীদের জন্য মোট ৯ হাজার কোটি টাকার ইসপ বরাদ্দ করবে বলে জানা গিয়েছে। ফলে শেয়ার বাজারে আসতেই কোটিপতি হতে চলেছেন এই সংস্থার কর্মীরা।</p>
<p>সুইগির আইপিওর প্রাইসব্যান্ড (Swiggy Share) রাখা হয়েছিল ৩৭০ টাকা থেকে ৩৯০ টাকার মধ্যে। আর এবার তালিকাভুক্ত হয়ে গিয়েছে সুইগির শেয়ার। একটি প্রতিবেদনে জানা গিয়েছে, এমপ্লয়ি স্টক অপশন প্ল্যানের মোট অঙ্ক দাঁড়িয়েছে ৯ হাজার কোটি টাকা। বহু পুরনো এবং নতুন কর্মীদের কাছে এই ইসপ রয়েছে। আইপিওর আপার প্রাইসব্যান্ডে অর্থাৎ ৩৯০ টাকায় ৫ হাজার কর্মীদের মধ্যে ৫০০ কর্মী ইতিমধ্যেই কোটিপতি হয়ে গিয়েছেন। </p>
<p>গতকাল শেয়ার বাজারে ৮ শতাংশ প্রিমিয়ামে লিস্টিং হয়েছে সুইগির শেয়ারের (Swiggy Share)। ৩৯০ টাকা আপার প্রাইসব্যান্ড থাকলেও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ার ৪২০ টাকায় তালিকাভুক্ত হয়েছে। ইস্যু প্রাইস থেকে ৭.৬৯ শতাংশ লাফ দিয়েছে এই সংস্থার শেয়ার। অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জে ৪১২ টাকায় তালিকাভুক্ত হয়েছে এই সংস্থার শেয়ার অর্থাৎ ৫.৬৪ শতাংশ উত্থান দেখা গিয়েছে। লিস্টিংয়ের সময় সুইগির বাজার মূলধন ছিল ৮৯,৫৪৯.০৮ কোটিতে।</p>
<p>সুইগির ১১ হাজার কোটির আইপিও সম্পূর্ণ সাবস্ক্রাইব করা হয়েছিল শেষ দিনে এসে। এছাড়া ৩.৫৯ গুণ বাড়তি চাহিদাও দেখা গিয়েছিল। এই আইপিওতে একেবারে নতুন শেয়ার ছিল ৪৪৯৯ কোটি টাকার, আর অন্যদিকে অফার ফর সেলের শেয়ার ছিল ৬৮২৮ কোটি টাকার।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title=”Success Story: একাকিত্ব কাটাতে রান্না শুরু, আজ তিনিই অন্যতম ধনী মহিলা ইউটিউবার; কে এই নিশা মধুলিকা ?” href=”https://bengali.abplive.com/education/success-story-nisha-madhulika-started-channel-at-52-to-battle-with-loneliness-now-richest-female-youtuber-1105211″ target=”_blank” rel=”noopener”>Success Story: একাকিত্ব কাটাতে রান্না শুরু, আজ তিনিই অন্যতম ধনী মহিলা ইউটিউবার; কে এই নিশা মধুলিকা ?</a></strong></p>
<p><strong><iframe class=”vidfyVideo” style=”border: 0px;” src=”https://bengali.abplive.com/web-stories/lifestyle/camphor-eating-effects-in-our-body-1105341″ width=”631″ height=”381″ scrolling=”no”></iframe></strong></p>