Stock Market Closing: টানা ৭ দিনের পতন কাটিয়ে সবুজে বন্ধ বাজার, খানিক বাড়ল সেনসেক্স; সামনে উত্থান না ফের পতন ?

<p><strong>Sensex Nifty 50: </strong>আজ মঙ্গলবার ১৯ নভেম্বর সবুজে বন্ধ হয়েছে বাজার। সকালে ১০০০ পয়েন্ট একলাফে বেড়ে গিয়েছিল সেনসেক্স (Sensex Today), তবে সেই উত্থান ধোপে টেকেনি। প্রফিট বুকিংয়ের চাপে সমস্ত মুনাফা গ্রাস করে নিয়েছে বাজার। তবে আজ টানা ৭ দিনের পতন দশা কেটেছে বাজারে। খানিক আশা ফিরেছে (Stock Market Closing) বিনিয়োগকারীদের। নিফটি ৫০ আজ দিনের সর্বোচ্চ উচ্চতা থেকে ৩০০ পয়েন্ট নিচে পড়ে বন্ধ হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স আজ ২৪০ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে ৭৭,৫৭৮-এর স্তরে এবং নিফটি ৫০ ৬৫ পয়েন্ট লাফ দিয়ে বন্ধ হয়েছী ২৩,৫১৮ পয়েন্টে।</p>
<p><strong>কোন কোন শেয়ারের দাম বেড়েছে</strong></p>
<p>আজকের বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০ টি শেয়ারের মধ্যে ১৭টি স্টকেই উত্থান এসেছে। বাকি ১৩টি স্টকে পতন দেখা গিয়েছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ২৩টিতে মুনাফা এলেও বাকি ২৭টিতে এসেছে পতন। আজকের বাজারে দাম বেড়েছে যে সমস্ত স্টকগুলির তাঁর মধ্যে রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ৩.০৭ শতাংশ, টেক মহিন্দ্রা ১.৯০ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ১.৮২ শতাংশ, টাইটান ১.৫৮ শতাংশ, সান ফার্মা ১.৪৬ শতাংশ, টাটা মোটরস ১.৩৪ শতাংশ, ইনফোসিস ০.৬৬ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে।</p>
<p><strong>কোন স্টকে বেশি পতন আজ</strong></p>
<p>আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১.৮৩ শতাংশ, এসবিআই ১.৪৩ শতাংশ, বাজাজ ফিনসার্ভ ১.২১ শতাংশ পতনে বন্ধ হয়েছে। এছাড়াও মারুতি, টাটা স্টিল, ভারতী এয়ারটেলের শেয়ারে বড় পতন এসেছে।</p>
<p><strong>কত বাড়ল সম্পদ</strong></p>
<p>আজ টানা ৭ দিনের পরে উত্থান এসেছে বাজারে। আর তাই বেড়েছে বিনিয়োগকারীদের সম্পদও। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন আজ ৪২৯.০৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ৪৩০.৩৯ লক্ষ কোটি টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ আজকের বাজারে ১.৩১ লক্ষ কোটির মুনাফা হয়েছে। তবে আজ বেলার দিকে সেনসেক্স ১ হাজার পয়েন্ট বাড়ার কারণে বিনিয়োগকারীদের সম্পদ বেড়ে গিয়েছিল ৬ লক্ষ কোটি টাকা।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।&nbsp;<span class=”skimlinks-unlinked”>ABPLive.com</span>&nbsp;কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1730890131920000&amp;usg=AOvVaw0JgMq1lanr8qAEos6eeaBA”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title=”PF Account: নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন ? প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা যাবে ?” href=”https://bengali.abplive.com/business/pf-account-advance-withdrawal-rule-for-buying-a-house-or-flat-know-details-1106333″ target=”_blank” rel=”noopener”>PF Account: নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন ? প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা যাবে ?</a></strong></p>
<p><strong><iframe class=”vidfyVideo” style=”border: 0px;” src=”https://bengali.abplive.com/web-stories/business/how-to-generate-digital-life-certificate-through-aadhaar-face-authentication-1104524″ width=”631″ height=”381″ scrolling=”no”></iframe></strong></p>

Similar Posts