Stock Market Holiday: আজ বাজার বন্ধ, মহারাষ্ট্র নির্বাচনের পরে কেমন যাবে বাজার ? আরও বাড়বে সূচক ?

<p><strong>Share Market News: </strong>আজ বুধবার ২০ নভেম্বর ২০২৪ বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উভয় ক্ষেত্রেই লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ। মহারাষ্ট্রে <a title=”বিধানসভা নির্বাচন” href=”https://bengali.abplive.com/topic/assembly-election-2023″ data-type=”interlinkingkeywords”>বিধানসভা নির্বাচন</a>ের কারণে আজ বাজার বন্ধ (Stock Market Holiday) রয়েছে। মুম্বই সহ রাজ্যের মোট ২৮৮টি আসনে চলছে ভোটপর্ব। আর তাই আজ ইকুইটি বাজারের পাশাপাশি ডেরিভেটিভ বাজারেও কোনো লেনদেন হবে না। গতকালের বাজারে বেলার দিকে বিরাট উত্থান দেখা দিলেও তুমুল প্রফিট বুকিংয়ের চাপে আবার পতন নেমে আসে বাজারে, তবে ৭ দিনের পতন কাটিয়ে কাল এই প্রথম সবুজে বন্ধ হয়েছে বাজার। এবার কি বাড়বে আরও সূচক ? মহারাষ্ট্র নির্বাচনের (Maharashtra Election 2024) পরে আগামীকাল কেমন যাবে বাজার ?</p>
<p><strong>শেয়ার বাজারের নজর নির্বাচনের ফলাফলের উপর</strong></p>
<p>মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফলের উপরে নজর এখন ভারতীয় শেয়ার বাজারের। মুম্বই এখন ভারতের অর্থনৈতিক রাজধানী বলা চলে, এখানেই স্টক এক্সচেঞ্জ, আর তাই মহারাষ্ট্রের <a title=”নির্বাচনের ফলাফল” href=”https://bengali.abplive.com/topic/election-results” data-type=”interlinkingkeywords”>নির্বাচনের ফলাফল</a> যে সরাসরি প্রভাব ফেলবে শেয়ার বাজারে, তা অনেকেই মনে করছেন। বৈদেশিক ব্রোকারেজ হাউস নোমুরা একটি বিবৃতিতে জানিয়েছে যে মহারাষ্ট্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার আগে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটের জনদরদী ঘোষণার কারণে এই জোট লাভ পেতে পারে। আগামী ২৩ নভেম্বর হবে ভোটগণনা আর সেখানেই দেখা যাবে বাজারে কী প্রভাব পড়ে।</p>
<p><strong>বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি চলছে</strong></p>
<p>এর আগে মঙ্গলবার ১৯ নভেম্বর শেয়ার বাজারে এক দারুণ উত্থান নজরে এসেছিল। তবে এদিনও বিদেশি বিনিয়োগকারীদের সেল অফ চলেছে, প্রফিট বুকিংয়ের কারণে সেভাবে মুনাফা দেখা যায়নি বাজারে। গতকাল বাজারে ৩৪১১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা। আর দেশীয় বিনিয়োগকারীরা শেয়ার কিনেছে ২৭৮৪ কোটি টাকার। এর আগে ইতিমধ্যেই বিদেশি বিনিয়োগকারীরা ২২২৪০ কোটির শেয়ার বিক্রি করে দিয়েছেন ভারতের বাজারে। অক্টোবরের শুরু থেকেই চলেছে এই শেয়ার বিক্রির ধারা।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।&nbsp;<span class=”skimlinks-unlinked”>ABPLive.com</span>&nbsp;কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1730890131920000&amp;usg=AOvVaw0JgMq1lanr8qAEos6eeaBA”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title=”Stock Trading: ৫০ লক্ষ কোটি খুইয়েছেন ভারতীয়রা, স্টক ট্রেডিংয়ের সময় এই ৫ ভুলেই নিঃস্ব হতে পারেন” href=”https://bengali.abplive.com/business/stock-market-trading-indians-lost-50-lakh-crore-avoid-these-5-mistakes-to-save-money-1106360″ target=”_blank” rel=”noopener”>Stock Trading: ৫০ লক্ষ কোটি খুইয়েছেন ভারতীয়রা, স্টক ট্রেডিংয়ের সময় এই ৫ ভুলেই নিঃস্ব হতে পারেন</a></strong></p>

Similar Posts