Redmi Phone: ১০ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন হাজির ভারতে, রয়েছে নজরকাড়া ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি
<p><strong>Redmi Phone:</strong> রেডমি এ৪ ৫জি ফোন (Redmi A4 5G) লঞ্চ হয়েছে ভারতে। এর সস্তায় এর আগে ভারতে ৫জি ফোন (Budget 5G Phone) লঞ্চ হয়েছে কিনা সন্দেহ রয়েছে। রেডমির এই ৫জি ফোনে দাম ৮৫০০ টাকারও কম। তবে দামে সাধারণ হলেও এই ফোনের ফিচার কিন্তু বেশ নজরকাড়া। রেডমি এ৪ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৬.৮৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি ৪এনএম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট রয়েছে যার সঙ্গে ৪ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। রেডমি এ৪ ৫জি ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে পরিচালিত হবে রেডমি এ৪ ৫জি ফোন। </p>
<p><strong>ভারতে রেডমি এ৪ ৫জি ফোনের দাম, কবে থেকে শুরু বিক্রি, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে – জেনে নিন সবিস্তারে </strong></p>
<p>ভারতে রেডমি এ৪ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। এছাড়াও এই ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে যার দাম ৯৪৯৯ টাকা। স্পার্কেল পার্পল এবং স্টারি ব্ল্যাক- এই দুই রঙে রেডমি এ৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে। ২৭ নভেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হচ্ছে। কেনা যাবে রেডমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। </p>
<p><strong>রেডমি এ৪ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একঝলকে </strong></p>
<ul>
<li>ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছ এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS – এর সাপোর্টে পরিচালিত হবে ফোন। এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে রেডমি এ৪ ৫জি ফোন। </li>
<li>এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। অর্থাৎ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। </li>
<li>এই ফোনের ইনবিল্ট স্টোরেজ ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.০, জিপিএস। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। </li>
</ul>
<p><a title=”আরও পড়ুন- বছর শেষে দেশে আসছে নয়া স্মার্টফোন সিরিজ, একসঙ্গে লঞ্চ হতে পারে তিনটি ফোন ” href=”https://bengali.abplive.com/technology/redmi-note-14-series-india-launch-teased-check-which-phones-will-launch-1106459″ target=”_blank” rel=”noopener”>আরও পড়ুন- বছর শেষে দেশে আসছে নয়া স্মার্টফোন সিরিজ, একসঙ্গে লঞ্চ হতে পারে তিনটি ফোন </a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1718933085382000&usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>