Mobile Tariff: রিচার্জের খরচ বাড়াতেই গ্রাহক কমল ১ কোটিরও বেশি, বিপাকে জিও-এয়ারটেল-ভোডাফোন ?

<p><strong>Mobile Tariff Hike: </strong>লোকসভা ভোটের পরেই জুন মাসের শেষ সপ্তাহে দেশের বড় বড় তিন টেলিকম অপারেটর সংস্থা রিচার্জের খরচ বাড়িয়ে দেয়। আর এই মোবাইল রিচার্জের ট্যারিফ প্ল্যান হু হু করে বেড়ে যাওয়ায় এই তিন মাসে গ্রাহক সংখ্যায় (Mobile Tariff Hike) ব্যাপক পতন এসেছে। মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর সবথেকে বেশি ক্ষতি হয়েছে গ্রাহক সংখ্যায়। টেলিকম মন্ত্রকের তথ্য অনুসারে রিলায়েন্স জিও (Reliance Jio) এই তিন মাসে ৭৯ লক্ষ গ্রাহক হারিয়েছে। অন্য সংস্থাগুলিও সঙ্কটে।</p>
<p><strong>রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যায় বড় পতন</strong></p>
<p>টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে TRAI দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলির তথ্য প্রকাশ করেছে সেপ্টেম্বর মাসের। আর এই তথ্য অনুসারে রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা সেপ্টেম্বর মাসে ৭৯ লক্ষ কমে গিয়েছে। আর তার আগে অগাস্ট মাসে রিলায়েন্স জিওর মোট গ্রাহক সংখ্যা ছিল ৪৭.১৭ কোটি, সেখানে সেপ্টেম্বরে এই সংখ্যা কমে এসেছে ৪৬.৩৭ কোটিতে।</p>
<p><strong>ভোডাফোন আইডিয়া ভারতী এয়ারটেলও সঙ্কটে</strong></p>
<p>দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া গ্রাহক সংখ্যা হারানোর দিক থেকে তালিকায় আছে দ্বিতীয় স্থানে। ১৫ লক্ষ গ্রাহক হারিয়েছে এই সংস্থা। অগাস্ট মাসে যেখানে ভোডাফোন আইডিয়ার মোট গ্রাহক সংখ্যা ছিল ২১.৪০ কোটিতে, সেখানে সেপ্টেম্বরে তা নেমে এসেছে ২১.২৪ কোটিতে। অন্যদিকে ভারতী এয়ারটেলের গ্রাহকসংখ্যাও কমে গিয়েছে ১৪ লক্ষ এবং নেমে এসেছে ৩৮.৩৪ কোটিতে।</p>
<p><strong>বিএসএনএলের বড় মুনাফা হয়েছে</strong></p>
<p>যখন সমস্ত বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের মোবাইল রিচার্জের খরচ বাড়িয়েছে, সেই সময় সমস্ত গ্রাহক বিএসএনএলে চলে আসে। এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা এক মাসেই লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। সেপ্টেম্বর মাসে এই সংস্থার গ্রাহক সংখ্যা ৮.৪৯ লক্ষ বেড়ে দাঁড়ায় ৯.১৮ কোটিতে।</p>
<p><strong>ট্যারিফ বাড়ানোর ক্ষতিকর দিক</strong></p>
<p>২৭ এবং ২৮ জুন দেশের তিন বৃহত্তম বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল তাদের রিচার্জ ট্যারিফ ১০-২১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই তা কার্যকর হয়। আর এই কারণে সঙ্কটে পড়েছে সংস্থাগুলি, হু হু করে কমতে থাকে গ্রাহক সংখ্যা। আর বিএসএনএলের রিচার্জের খরচ না বাড়ার কারণে এই সংস্থার গ্রাহক সংখ্যা বাড়তে থাকে।</p>
<p>আরও পড়ুন: <a title=”Stock Market Today: আদানি গ্রুপের স্টকে দৌড়, পতন কাটিয়ে ফের ঘুরে দাঁড়াল বাজার; ১৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স” href=”https://bengali.abplive.com/business/stock-market-today-sensex-surges-1800-points-as-adani-stocks-rebound-on-22-november-1106917″ target=”_blank” rel=”noopener”>Stock Market Today: আদানি গ্রুপের স্টকে দৌড়, পতন কাটিয়ে ফের ঘুরে দাঁড়াল বাজার; ১৮০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স</a></p>
<p><iframe class=”vidfyVideo” style=”border: 0px;” src=”https://bengali.abplive.com/web-stories/auto/traffic-rules-for-high-beam-headlight-know-challan-amount-1106875″ width=”631″ height=”381″ scrolling=”no”></iframe></p>

Similar Posts