Adani Bribery Case: গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ মিথ্যে ! অন্য কী অভিযোগ ? জানাল আদানি গ্রুপ

<p><strong>Gautam Adani: </strong>সম্প্রতি গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে মার্কিন আদালতে যে ঘুষ দেওয়ার (Adani Bribery Case) অভিযোগ উঠেছিল তাকে মিথ্যা বলে সাফ বিবৃতি জারি করেছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থা জানিয়েছে যে এই ধরনের বক্তব্য সম্পূর্ণ ভুল। আদানি গ্রিন এনার্জির (Adani Green Energy) মত অনুসারে গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে US DoJ কিংবা US SEC-এর ফৌজদারি আদালতে ঘুষ দেওয়া এবং দুর্নীতিকে (Gautam Adani) কেন্দ্র করে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আজ বুধবার ২৭ নভেম্বর স্টক এক্সচেঞ্জে একটি ফাইলিংয়ে আদানি গ্রিন এনার্জি এই তথ্য জানিয়েছে।</p>
<p><strong>গৌতম আদানির বিরুদ্ধে কোনো ঘুষের অভিযোগ নেই</strong></p>
<p>আদানি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে যে গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানি এবং বিনীত জৈনের মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বৈদেশিক দুর্নীতি দমন আইনের অধীনে কোনো ঘুষের অভিযোগ আনা হয়নি। শুধু Azure এবং CDPQ-এর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ রয়েছে। আদানি গ্রিন এনার্জির মতে, আদানি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগের কথা প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে তা সম্পূর্ণ মিথ্যা।</p>
<p><strong>FCPA লঙ্ঘনের জন্য অভিযুক্ত নয়</strong></p>
<p>স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে আদানি গ্রিন এনার্জি জানিয়েছে যে, আদানি গ্রুপের আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগের যে তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে তা মিথ্যা। মার্কিনি FCPA আইনের কোনো ধারাতেই কোনো অভিযোগ নেই আদানি ও দুই পরিচালকের বিরুদ্ধে, সাফ জানিয়েছে আদানি গ্রিন এনার্জি।</p>
<p><strong>অন্য কী অভিযোগ</strong></p>
<p>আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, মূলত পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে। এর মধ্যে প্রথম অভিযোগ দুর্নীতি আইনের উল্লঙ্ঘন এবং পঞ্চম অভিযোগ ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি এবং এই দুই অভিযোগে কোনোভাবেই জড়িত নন আদানি-ত্রয়ী। দ্বিতীয় অভিযোগ ছিল সিকিউরিটিজ জালিয়াতির ষড়যন্ত্র, তৃতীয় অভিযোগ তার সংক্রান্ত জালিয়াতি এবন চতুর্থ অভিযোগ ছিল সিকিউরিটিজ জালিয়াতি কাণ্ড। তবে এর মধ্যে ঘুষ-কাণ্ডের অভিযোগ মিথ্যা বলেই দাবি করেছে আদানি গ্রিন এনার্জি।</p>
<p>আদানি গ্রিন এও জানিয়েছে যে এই ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত সংস্থা Azure এবং CDPQ, এই সংস্থার আধিকারিকরা হলেন রঞ্জিত গুপ্তা, সিরিল ক্যাবানিজ, সৌরভ আগরওয়াল, দীপক মলহোত্রা, রুপেশ আগরওয়াল। &nbsp;</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1718933085382000&amp;usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p>আরও পড়ুন: <a title=”Infosys: ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দিচ্ছে এই টেক সংস্থা, কোন কর্মীরা পাবেন সুখবর ?” href=”https://bengali.abplive.com/business/infosys-gave-up-to-90-percent-bonus-to-these-employees-tech-firm-bonus-announcement-1107885″ target=”_blank” rel=”noopener”>Infosys: ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দিচ্ছে এই টেক সংস্থা, কোন কর্মীরা পাবেন সুখবর ?</a></p>

Similar Posts