Fridge Care Tips: শীতে বন্ধ রাখছেন ফ্রিজ ? কী হতে পারে জানেন ?
<p><strong>Winter Fridge Care:</strong> গ্রীষ্ম এখন অতীত কথা। দরজায় কড়া নাড়ছে শীত। বিশেষ করে যদি আমরা উত্তর ভারতের কথা বলি, সেখানকার মানুষ প্রচণ্ড ঠান্ডা অনুভব করতে শুরু করেছে। শীত মরসুমে আমরা অনেক গরম করার যন্ত্র ব্যবহার করি। ঠান্ডা থেকে আরামের জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। যেরকম শীতকালে অনেকেই হিটার ব্যবহার করেন। তবে কমে যায় ফ্রিজ বা রেফ্রিজারেটরের ব্যবহার। সেই ক্ষেত্রে নষ্ট হতে পারে আপনার ফ্রিজ।</p>
<p>যন্ত্রপাতি ব্যবহার করার সময় আপনাকে অনেক কিছুর যত্ন নিতে হবে। বিশেষ করে ফ্রিজ ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এই মৌসুমে আপনার ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে এবং ছোটখাটো ভুল করলেই তা নষ্ট হয়ে যেতে পারে। জেনে নিন ফ্রিজ ব্যবহার করার সময় কী কী খেয়াল রাখতে হবে।</p>
<p><strong>রেফ্রিজারেটর দেয়ালের পাশে রাখবেন না</strong><br />সাধারণত মানুষ ফ্রিজটি দেয়ালের পাশে রাখে। কিন্তু শীতের মরসুম ফ্রিজ যদি দেয়ালের পাশে রাখা হয়। তাই ফ্রিজে সমস্যা হতে পারে। কারণ শীতের মরসুমে ঘরের তাপমাত্রা কমে যায়, দেয়ালের পাশে ফ্রিজ রাখলে। তাই তার ভেতরের ঠাণ্ডা বেরোতে পারছে না। এই কারণে কম্প্রেসার চাপে থাকে। যা ফ্রিজের ক্ষতি করতে পারে।</p>
<p><strong>ফ্রিজের চারপাশে হিটার বা রিং ব্যবহার করবেন না</strong><br />শীতের মরসুমে লোকেরা প্রায়শই তাদের বাড়িতে রিং এবং হিটার ব্যবহার করে ঠান্ডা এড়াতে। এটি ঠান্ডা থেকে আরাম দেয়। কিন্তু ফ্রিজের জন্য কঠিন হয়ে পড়ে কারণ ফ্রিজের চারপাশের পুরো পরিবেশ গরম হয়ে যায়। এতে রেফ্রিজারেটর নষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।</p>
<p><strong>খুব বেশিক্ষণ বন্ধ করবেন না ফ্রিজ</strong><br />শীতকালে ফ্রিজের ব্যবহার কম হয়। এতে মানুষ কম জিনিস রাখে। তাই অনেকেই ফ্রিজ বন্ধ করে দেন। কিন্তু বারবার এমনটা করলে বা দীর্ঘক্ষণ ফ্রিজ বন্ধ রাখলে গ্যাস লিকেজ হতে পারে।</p>
<p><strong><a title=”Adani Group: ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০% ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?” href=”https://bengali.abplive.com/business/adani-portfolio-stocks-rally-up-to-20-percent-after-adani-green-clarifies-bribe-charges-1107980″ target=”_self”>Adani Group: ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০% ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?</a></strong></p>