ডাল লেকে বিশেষ পরিষেবা উবারের, ক্যাবের মতোই মোবাইলে বুক করা যাবে ‘শিকারা রাইড’

Uber Shikara Ride: উবার শ্রীনগরের ডাল লেকে তার অ্যাপের মাধ্যমে শিকারা রাইড চালু করেছে। প্রতিদিন সাতটি শিকারা পরিষেবা দেওয়া হবে৷ প্রতিটি শিকারা সর্বাধিক চারজন যাত্রীর জন্য উপলব্ধ এবং আগে থেকে বুক করা যাবে।

Similar Posts