Business

Cornflakes Business: সরকারি সাহায্যে শুরু করুন কর্নফ্লেকসের ব্যবসা

Updated

Disclaimer! We are not SEBI licensed advisors; the information provided here is for educational purposes only. Please conduct your own research before making any investment decisions. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Please Share With Your Friends

গত কয়েক বছর গোটা পৃথিবী জুড়ে আর্থিক দুরাবস্থা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারের সংখ্যা । এই অবস্থায় সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা মাত্রা বাড়ছে হু হু করে । তার ওপর মনের মতো চাকরি হচ্ছে কোথায় । কিন্তু তাই বলে কি পেট শুনবে ? কিছু একটা করতে করতেই হবে । তাই চুপচাপ বসে না থেকে নিজের যদি ছোটোখাটো একটা ব্যবসা হয় তা হলে বেশ ভালোই হয় । কিন্তু কি ব্যবসা করা যায় ? পুজিই বা কে দেবে ? এসব হাজারো বিপত্তি ।

তবে চিন্তার কোনও কারণ নেই । আগামীর বার্তাই দেবে সঠিক দিশা , কম পুঁজিতে বেশি টাকা উপার্জনের নিত্যনতুন আইডিয়া । আজও তাই । তাহলে নতুন ব্যবসা শুরু করার আগে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে।

গৃহস্থ বাড়িতে নিত্যদিনের খাবারের তালিকায় ইতিমধ্যেই বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছে ভুট্টা – চাল অথবা গমের তৈরি কর্ণফ্লেক্স । কেউ যেমন সকালে ব্রেক ফাস্ট সারেন আবার কেউ সন্ধ্যার অথবা রাতের খাবারের মেনুতে বাটি ভরতি কর্ণ ফ্লেক্স নেন দুধের সঙ্গে । আর বাড়ির বাচ্চাদের টিফিন বলতে ম্যাগি চাউমিনের পাশাপাশি দুধের সঙ্গে কর্ণ ফ্লেক্স কম যায় না । তাই বাজার নিয়ে চিন্তার কোনও কারণ নেই । চাহিদা অনুযায়ী যোগান দিতে পারলেই আপনার ব্যবসা চলবে গম গম করে । এই ব্যবসা করে আপনি সহজেই প্রতিদিন গড়ে ৪০০০-৫০০০ টাকা আয় করতে পারেন ।

কর্ণফ্লেক্স ব্যবসা (Cornflakes Business) শুরু করতে কি প্রয়োজন ?

এই ব্যবসা করতে আপনাকে ছোটোখাটো একটি গুদাম ঘর নিতে হবে । সেতি আপনার নিজের বাড়িতে অথবা জায়গা ভাড়া নেওয়া যেতে পারে । তার সঙ্গে লাগবে ভুট্টা – চাল এবং গম থেকে কর্ণ ফ্লেক্স তৈরির মেশিন । মাল তৈরি করার পর তা গুদামজাত করে রাখতে হবে । বাজারের চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে হবে । তবে একটা কথা মনে রাখা প্রয়োজন , যেখানে ভুট্টা চাষ হয় তার আশে পাশে আপনার কারখানা হলে প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন খরচ বেশ কম হবে । এর পাশাপাশি ব্যবসা শুরু করার আগে স্থানীয় পঞ্চায়েত অথবা পুরসভা থেকে ব্যবসায়িক অনুমতি পত্র যেমন নিতে হবে তেমনি ফুড লাইসেন্স পাশাপাশি জি এস টি নম্বর সংগ্রহ করতে হবে ।

READ  Bank of India দিচ্ছে সবচেয়ে কম সুদে Loan

এই ব্যবসায় লাভ কেমন (Profit margin)?

এক কেজি কর্ন ফ্লেক্স তৈরি করতে খরচ পড়বে ৩০ টাকা। তবে এটির বাজার মুল্য ৭০ টাকা প্রতি কেজি । তাহলে অংকটা বেশ সহজ । প্রতি কেজিতে লাভের পরিমাণ ৩০ থেকে ৪০ টাকা । এবার যদি আপনি প্রতিদিন ১০০ কেজি কর্ণ ফ্লেক্স তৈরি করেন তাহলে আপনার দৈনিক ইনকাম হতে পারে ৩০০০ থেকে ৪০০০ টাকা । এভাবে প্রতিদিনের ইনকাম যোগ করলে এক মাস অর্থাৎ ৩০ দিন পর সেই ইনকাম কোথায় যাবে সেটা বুঝতেই পারছেন । তাহলে আর দেরি না করে যদি ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাহলে এখনই শুরু করুন কর্ণ ফ্লেক্সের ব্যবসা । যা আপনাকে নিশ্চিত সাফল্য এনে দিতে পারেন পুরোদস্তুর ।

সরকারি সাহায্য কিভাবে পাবেন (Mudra govt yojana)?

সরকারি ভাবে চালু হওয়া মুদ্রা যোজনা সম্পর্কে জানেন কি ? এই প্রকল্পের আওতায় আপনি যে কোনও স্টার্ট আপ বা উদ্যগের ক্ষেত্রে সহজেই কারবারের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন । মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে মোদী সরকারের মুদ্রা ঋণ প্রকল্পে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন । তাহলে আর দেরি না করে সরকারি সাহায্যে এখনই শুরু করুন কর্ণ ফ্লেক্স -র ব্যবসা যা আপনার ভবিষ্যৎ জীবন কে স্বার্থক করবে নিশ্চিত।


Please Share With Your Friends

“Cornflakes Business: সরকারি সাহায্যে শুরু করুন কর্নফ্লেকসের ব্যবসা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।