Ecommerce Delivery Business

Ecommerce Delivery Franchise: মাসে মোটা টাকা রোজগার করুন

Please Share With Your Friends

ডিজিটাল যুগে বেশির ভাগ মানুষ হাটে বাজারে ক্ষয় বিক্রয় করতে আগ্রহী না। বর্তমানে কেনাবেচা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ ডিজিটাল যুগে অফলাইনের কারবার এখন অনলাইনের দিকে ঝুঁকছে। তাই দিনে দিনে অফলাইন বিজনেস যেভাবে অবনতির দিকে ধাবিত হচ্ছে সেখানে অনলাইন মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করাই শ্রেয়। তাই ডিজিটাল যুগের ডিজিটাল কিছু ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি। 

বর্তমানে অনলাইনে মাধ্যমে শপিং করে ঘরে ঘরে। আর ঘরে বসে যেভাবে শপিং করে ঠিক সেভাবেই ঘরে ডেলিভারিও দিয়ে দেয়। আমরা বহু ধরনের শপিং সাইটের মাধ্যমে নানা রকম শপিং করে থাকি যেমন – Amazon, Flip kart, Meesho, Nyka, Ajio, Netmed সহ আরও শত শত অনলাইন শপিং সাইট রয়েছে। কিন্তু এই সমস্ত শপিং সাইট গুলি বিভিন্ন ডেলিভারি কোম্পানির সঙ্গে মিলে কাজ করে অর্থাৎ আপনি যে জিনিসটা অনলাইনে অর্ডার করেন তা সেলার এর কাছ থেকে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে সেই সমস্ত কোম্পানির ফ্রাঞ্চাইজি নেওয়া এজেন্ট এর দ্বারা। 

আজকে যে ব্যবসার কথা উল্লেখ করতে যাচ্ছি তা হলো ডেলিভারি কোম্পানির ফ্রাঞ্চাইজি নিয়ে অর্ডার শিপ ও ডেলিভারি দিয়ে মাসে মাসে প্রচুর আয় করতে পারবেন। বাজারে বর্তমানে বহু এমন ডেলিভারি কোম্পানি রয়েছে যার ফ্রাঞ্চাইজি নিয়ে আপনার এলাকায় প্রোডাক্ট ডেলিভারি দিয়ে ভালো আয় করতে পারবেন। বাজারে যে সমস্ত এমন কোম্পানি গুলি রয়েছে তাদের মধ্যে – Ekart, Amazon, Delhivery, Ecom Xpress, Blue dart সহ আরও বহু কোম্পানি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। 

Ecommerce Delivery Business
Ecommerce Delivery Business

Ecommerce Delivery Business শুরু করতে প্রয়োজনীয় জিনিস কী কী – 

1. বাজারে গ্রাউন্ড ফ্লোরে ভাড়া বা নিজের দোকান 

2. যাতায়াতের জন্য ছোট গাড়ি বা বাইক 

3. কয়েকজন স্টাফ ( ডেলিভারি ও অফিস স্টাফ) 

READ  PMMY Loan: ব্যবসার জন্য ১০ লাখ পর্যন্ত লোন পাবেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায়

4. কম্পিউটার ও স্ক্যানার 

5. জিএসটি 

6. সিকিউরিটি ফিস ( যা কোম্পানিকে দিতে হবে) 

7. আপনার জরুরি ডকুমেন্টস 

8. অন্যান্য 

এক্ষেত্রে আপনি সরাসরি তাদের ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে পারবেন যদি আপনার এলাকায় প্রয়োজন থাকে তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে। 


Please Share With Your Friends

Similar Posts