এক কাপ চায়ের থেকেও সস্তা এই পেনশন প্রকল্প, ঘরে বসেই পেতে পারেন দশ হাজার টাকা!
Pension Scheme: সরকার পরিচালিত অটল পেনশন যোজনা (APY)-এর মাধ্যমে মাত্র দিনে ৭ টাকা বিনিয়োগ করে ৫,০০০ টাকার মাসিক পেনশনের গ্যারান্টি পাওয়া সম্ভব। দেশের ৭ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে এই প্রকল্পের সদস্য হয়েছেন। কীভাবে নাম নথিভুক্ত করবেন, জানতে হলে পড়ুন।