একই জমিতে এই দুই ফসল চাষ করে তাক লাগালেন কৃষক; আয়ও হচ্ছে লক্ষ লক্ষ টাকা
Money Making Tips: গুজরাতের আমরেলি জেলায় বেশ কিছু জলাভূমি রয়েছে। আর এই জলাভূমিগুলিতে নোনা জল পাওয়া যায়। কিন্তু জমি লবণাক্ত হলেও কৃষকরা এখানে চাষ করে লাখ লাখ টাকা ফসল পাচ্ছেন। আজ তাঁদের সেই সাফল্যের কাহিনিই শুনে নেওয়া যাক।