লক্ষ হোক বা কোটি আয়, জানেন ভারতের কোন রাজ্যে এক পয়সাও কর দিতে হয় না?
Crorepati GK Tax free state in India: মানুষ প্রচুর আয় করে এবং এক টাকাও ট্যাক্স দিতে হয় না। যার অর্থ সমস্ত উপার্জন ব্যক্তির নিজস্ব। সরকারকে কিছু দিতে হয় না। এমন পরিস্থিতিতে এখানে থাকতে কার না ভাল লাগবে! অতএব, কেউ যদি একটি নতুন জায়গায় বসতি স্থাপন করতে চান, তবে তার চেয়ে ভাল বিকল্প আর পাওয়া যাবে না।