১ কোটি টাকার মূল্য ৩০ বছর পর কত হবে বলুন তো? চমকে দেবে সঠিক ‘উত্তর’, গ্যারান্টি!
Money: আজ ১ কোটি টাকা থাকলে যে কেউ একটা নিশ্চিত ভবিষ্যত আশা করতেই পারেন। ১ কোটি টাকায় একটা লাক্সারি ফ্ল্যাট হয়ে যায়, ছেলের বিয়ে হয়ে যায়, মেয়ের বিদেশে উচ্চশিক্ষাও নিশ্চিত করা যায় এই ১ কোটি টাকা দিয়ে। কিন্তু আজ থেকে ৩০ বছর বা ২০ বছর পর এই টাকার মূল্য কত হবে আন্দাজ করতে পারবেন? বলুন তো দেখি!