Adani Group Total Loans: ভারতেই ৮৮০০০ কোটি দেনা! SBI, LIC, কেউ বাদ নেই, আদানি-ধাক্কায় কি টালমাটাল মধ্যবিত্তের ভবিষ্যৎ

<p><strong>নয়াদিল্লি:</strong> দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আমেরিকায়। জালিয়াতি, দুর্নীতি, ঘুষ দেওয়ার মারাত্মক সব অভিযোগ সামনে এনেছে আমেরিকার তদন্তকারী সংস্থাগুলি। বিষয়টি সামনে আসতেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারে যেমন পতন দেখা দিয়েছে, তেমনই ভারতের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক, ভারতীয় জীবনবিমা সংস্থা LIC-র শেয়ারেও ধস নেমেছে। এমন পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আদানি গোষ্ঠী ডোবার অর্থ, মধ্যবিত্তের ভরসা LIC, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও পতন। আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, সাধারণ মানুষও সর্বস্বান্ত হতে পারেন। কারণ এই সংস্থাগুলি আদানিগোষ্ঠীতে বিনিয়োগ করেছে, হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। (Adani Group Bribe Row)</p>
<p>সাম্প্রতিকতম পরিসংখ্যানের নিরিখে, আদানি গোষ্ঠীর সাতটি সংস্থায় LIC-র বিনিয়োগ রয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে LIC. আদানি গোষ্ঠী ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার একদিনে LIC-র প্রায় ১২ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। অর্থাৎ আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, সাধারণ মানুষ কষ্ট করে LIC-র মতো যে সব সংস্থায় টাকা রাখেন, তারাও ধাক্কা খেতে পারে। আর তাতে আখেরে বিপদে পড়তে পারেন দেশের মধ্যবিত্ত শ্রেণি। (Gautam Adani)</p>
<p>আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের ধাক্কা লেগেছে ব্যাঙ্কগুলিতেও। কারণ একাধিক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক আদানিদের হাজার হাজার কোটি কোটি টাকার ঋণ দিয়েছে। আদানির টাকা ডোবার অর্থ, সেই টাকা ফেরত আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেই অনিশ্চয়তা থেকেই বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির শেয়ারের গ্রাফ নীচের দিকে নেমেছে। যে যে ব্যাঙ্ক থেকে আদানি গোষ্ঠী ঋণ নিয়েছে, সেই তালিকায় রয়েছে-</p>
<ul>
<li>State Bank of India</li>
<li>Union Bank of India&nbsp;</li>
<li>IDBI Bank</li>
<li>REC</li>
<li>ICICI&nbsp;</li>
<li>Axis Bank</li>
<li>Yes Bank</li>
<li>IndusInd Bank</li>
<li>IDFC First Bank</li>
<li>Bank of India</li>
<li>RBL Bank</li>
</ul>
<p>এর মধ্যে স্<a title=”টেট” href=”https://bengali.abplive.com/topic/tet” data-type=”interlinkingkeywords”>টেট</a> ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা থেকে আদানি গোষ্ঠীর মোট ঋণের অঙ্ক প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে SBI সবচেয়ে বেশি টাকা ঋণ দিয়েছে আদানিদের, প্রায় ২৭০০০ কোটি টাকা, PNB ৭০০০ কোটি এবং BoB ৫৩৮০ কোটি। &nbsp;সাধারণ মানুষ টাকা জমা রাখতে যে SBI-এর ওপর সবচেয়ে বেশি ভরসা করেন, তাদের শেয়ার দর এদিন প্রায় ৫ শতাংশ কমেছে। ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারে ৭ শতাংশ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার দরে ৬ শতাংশ, কানাড়া ব্যাঙ্কের শেয়ারে ৫ শতাংশ ধস নেমেছে। Fortune India জানিয়েছে, ব্যাঙ্ক নয় এমন অর্থনৈতিক সংস্থাগুলিও আদানিদের মোটা টাকা ঋণ দেয়। ব্যাঙ্ক এবং সেই সংস্থাগুলি আদানি গোষ্ঠীকে সব মিলিয়ে ৮৮০০০ কোটি টাকার ঋণ দিয়েছে। এদিন আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় ২০ শতাংশ ধস নেমেছে। একদিনে প্রায় ২.২ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে তাদের। তাই আদানিরা যদি ঋণ পরিশোধ করতে না পারে, তাতে কী হবে, ভেবে আশঙ্কিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদানি গোষ্ঠীর এই ধাক্কা সামলাতে গিয়ে আগামী দিনে ফিক্সড ডিপোজিট-সহ অন্য সঞ্চয় প্রকল্পে সুদ কমিয়ে দেওয়া হবে না তো? ফলে সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।</p>

Similar Posts