Arms License: নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র পাবেন না এই ব্যক্তিরা, কী নিয়ম রয়েছে দেশে ?
<p><strong>Arms License Rule: </strong>ভারতে যে কোনো ব্যক্তি যদি নিজের কাছে রাখতে চান, তাহলে তাঁর লাইসেন্স বা ছাড়পত্র দরকার হয়। কোনো ছাড়পত্র ছাড়া আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না কোনো নাগরিক। আর কেউ যদি এমন অনুমোদন ব্যতীত আগ্নেয়াস্ত্র (Arms License) রাখেন, তাহলে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে আইনি পদক্ষেপ নিতে পারে পুলিশ। এমনকী কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির কারাবাসও (Arms License Rule) হতে পারে। যদি আপনি নিজের কাছে অস্ত্র রাখার প্রয়োজন অনুভব করেন, তাহলে প্রথমেই আপনাকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।</p>
<p>কিন্তু এমন কোনো নিশ্চয়তা নেই যে আপনি আবেদন করলেই আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র আপনাকে দেওয়া হবে। ভারত সরকারের আইনে এমন কিছু নিয়ম আছে যা ঠিক করে দেয় কারা নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে, আর কারা পারবে না।</p>
<p><strong>এই ব্যক্তিরা পান না আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র</strong></p>
<p>১৯৫৯ সালের ভারতীয় অস্ত্র আইন অনুসারে, সেনাবাহিনী, পুলিশ, নিরাপত্তারক্ষী ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। তবে এক্ষেত্রেও কিছু কিছু শর্ত রয়েছে যা একজন সাধারণ মানুষের উপর আরোপিত হয়। নিয়ম অনুযায়ী নিজের কাছে অস্ত্র রাখার কোনো যুক্তিযুক্ত দৃঢ় কারণ থাকলে তবেই সরকারের অনুমোদন মেলে আগ্নেয়াস্ত্র রাখার। অস্ত্র রাখার কারণ এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ।</p>
<p>যদি সেই ব্যক্তি এমন কোনো পেশায় যুক্ত থাকেন যেখানে অস্ত্র রাখা জরুরি, কিংবা সেই ব্যক্তির জীবন যদি কোনো কারণে বিপন্ন হয় তাহলেও তিনি অস্ত্র রাখতে পারবেন। বৈধ কারণ যাচাই করার পরে তবেই এই আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র মেলে। যদি কারো কাছে কোনো বৈধ কারণ না থাকে, তাহলে তাঁকে ছাড়পত্র দেওয়া হয় না।</p>
<p><strong>অপরাধী তালিকায় নাম থাকলে ছাড়পত্র মিলবে না</strong></p>
<p>আগেই বলা হয়েছে, ভারতীয় আইন অনুসারে আগ্নেয়াস্ত্র রাখতে হলে কিছু বৈধ কারণ থাকতে হবে। তবে শুধু কারণ বলে দিলেই কাজ মিটে যায় না। আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদনের জন্য আবেদন করলে পুলিশ আপনার ব্যাকগ্রাউন্ড ভাল করে যাচাই করবে, পুলিশের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পরেই অনুমোদন মিলবে।</p>
<p>যদি কোনো অপরাধমূলক মামলা আপনার নামে দায়ের হয়ে থাকে কখনো, কিংবা এমন কোনো বে-আইনি কর্মকাণ্ডে আপনি জড়িত থাকেন তাহলে আপনাকে এই ছাড়পত্র দেওয়া হবে না। যে সমস্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল আছেন, তারাই আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন, তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হয়। কারণ আগ্নেয়াস্ত্রের অনুমোদনের আবেদন করার সময় আপনাকে নিজের হেলথ সার্টিফিকেটও জমা দিতে হবে।</p>
<p>আরও পড়ুন: <a title=”Stock Market Today: বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে ‘টপ গেনার’ , ‘লুজার’ রইল এই স্টকগুলি” href=”https://bengali.abplive.com/business/stock-market-share-market-top-gainers-and-losers-today-on-27-november-2024-1107966″ target=”_blank” rel=”noopener”>Stock Market Today: বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে ‘টপ গেনার’ , ‘লুজার’ রইল এই স্টকগুলি</a></p>