BSNL Recharge Plan: এক রিচার্জে চলবে ৫২ দিন, BSNL-এর এই সস্তার প্ল্যানে কী কী সুবিধে ?

<p><strong>Mobile Recharge Plan: </strong>কয়েক মাস আগেই বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ হু হু করে বাড়িয়ে দিয়েছিল। রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়ার রিচার্জের (BSNL Recharge Plan) খরচ এক ধাক্কায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছিল। কিন্তু ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলের খরচ বাড়েনি সেভাবে আর অন্য সংস্থার রিচার্জে (Mobile Recharge) খরচ বাড়ার পর বিএসএনএলের গ্রাহক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই কয়েক বছরে। বিএসএনএলের কিছু সস্তার রিচার্জ প্ল্যান রয়েছে। এর মধ্যে আপনি পাবেন দিনে ১৪ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিংয়ের সুবিধে। এক রিচার্জে নিশ্চিন্ত থাকবেন ৫২ দিন। কত খরচ ? কী কী সুবিধে এই প্ল্যানে ? জানুন বিস্তারিত।</p>
<p>ভারত সঞ্চার নিগম লিমিটেড সংক্ষেপে বিএসএনএল নিয়ে এসেছে ৫২ দিনের মেয়াদের রিচার্জ প্ল্যান যার খরচ পড়বে ২৯৮ টাকা। পুরোপুরি ২ মাসের জন্য পাওয়া যাবে না এই রিচার্জ প্ল্যান। ফলে সস্তায় অনেক সুবিধে পাবেন এই রিচার্জ প্ল্যানে।</p>
<p><strong>৫২ দিনের ভ্যালিডিটি থাকবে এই রিচার্জ প্ল্যানে</strong></p>
<p>বিএসএনএলের ২৯৮ টাকার এই রিচার্জ প্ল্যানের মেয়াদ থাকবে ৫২ দিন। এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলিংয়ের সুবিধে, আর একইসঙ্গে ১ জিবি ডেটা এবং দিনে ১০০টি করে এসএমএস পাওয়া যাবে। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে আপনি ইরস নাও এন্টারটেনমেন্টের সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে। একবারে অনেকদিনের জন্য রিচার্জ করাতে গেলে এই প্ল্যানটি খুবই উপকার দেবে আপনাকে।</p>
<p><strong>৭৯৭ টাকার রিচার্জ প্ল্যানও রয়েছে</strong></p>
<p>৩০০ দিনের মেয়াদের জন্য বিএসএনএলের আরো একটি রিচার্জ প্ল্যান আছে ৭৯৭ টাকার। এতে আপনি পাবেন বিনামূল্যের ভয়েস কলিংয়ের সুবিধে। প্রথম ৬০ দিনের জন্য থাকছে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধে। এছাড়াও প্রথম ৬০ দিনের জন্য ২ জিবি করে প্রতিদিন ডেটার সুবিধে পাবেন। আর এই মেয়াদের মধ্যে দিনে ১০০টি করে এসএমএসের সুবিধেও পাবেন গ্রাহকরা। ১ বছরের মেয়াদ সহ বিএসএনএলের একটি দারুণ রিচার্জ প্ল্যান আছে যা অন্য সমস্ত টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের থেকে সস্তায় পাবেন। খরচ হবে মাত্র ১১৯৮ টাকা, মেয়াদ থাকবে ৩৬৫ দিন।&nbsp;</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1730890131920000&amp;usg=AOvVaw0JgMq1lanr8qAEos6eeaBA”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<p>আরও পড়ুন: <a title=”Vivo Phones: ভিভোর নতুন ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, তবে নজর কাড়বে ফিচার” href=”https://bengali.abplive.com/technology/vivo-y18t-launched-in-india-know-the-price-and-features-of-this-budget-smartphone-1105259″ target=”_blank” rel=”noopener”>Vivo Phones: ভিভোর নতুন ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, তবে নজর কাড়বে ফিচার</a></p>

Similar Posts