Cancer Medicine: দাম কমল ক্যানসার প্রতিরোধী এই ৩ জীবনদায়ী ওষুধের, জিএসটিও কমিয়েছে কেন্দ্র

<p><strong>নয়াদিল্লি: </strong>ক্যানসার প্রতিরোধী এই তিন ওষুধের দাম কমাল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। মূলত এই ওষুধের ম্যাক্সিমাম রিটেল প্রাইস কমানো হয়েছে। সম্প্রতি জীবনদায়ী ওষুধের (Medicine Price Cut) উপর থেকে জিএসটি কমানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গতকাল শুক্রবার ভোক্তাদের সুবিধার্থে সরকারের নির্দেশমাফিক মোট তিনটি ক্যানসার-প্রতিরোধী ওষুধের (Anti-Cancer Medicine) দাম কমানো হল। কোন কোন ওষুধ এবার কমে পাবেন ?</p>
<p>এই তিনটি ক্যানসার প্রতিরোধী ওষুধের মধ্যে রয়েছে Trastuzumab Deruxtecan, Osimertinib, এবং Durvalumab। এই ধরনের ওষুধ কিংবা ফর্মুলেশনের উপর সরকারের পক্ষ থেকে বেসিক কাস্টম ডিউটি কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এই ওষুধগুলির উপর বেসিক কাস্টম ডিউটি একেবারে শূন্যে নামিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, ক্যানসার প্রতিরোধী ওষুধের উপর থেকে জিএসটির বোঝা ১২ শতাংশের বদলে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল এমনই তথ্য দিয়েছেন লিখিতভাবে।</p>
<p>নির্দেশিকা জারি করে তিনি বলেছেন যে, ওষুধ (Anti-Cancer Medicine) প্রস্তুতকারকেরা এই তিন জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির কাছে এই তথ্য জমা করেছে। এই প্রসঙ্গে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির পক্ষ থেকে একটি মেমোরান্ডাম জারি করা হয়েছে জিএসটি হার ও কাস্টম ডিউটি কমানোর পরে এই তিন ক্যানসার-প্রতিরোধী ওষুধের দাম কমানোর ব্যাপারে। সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে এই জিএসটি কমানোর সুবিধে দিতে হবে গ্রাহকদের। কর কমানো হয়েছে ওষুধের (Medicine Price Cut) উপর, কমেছে বেসিক কাস্টম ডিউটিও। তাই মুদ্রাস্ফীতির বাজারে ক্যানসার প্রতিরোধী ওষুধের দাম কমানো হয়েছে এবং এই দাম কমানোর বিষয়ে তথ্য জানাতে হবে সমস্ত গ্রাহককে।</p>
<p>সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে ক্যানসারের ওষুধের উপর থেকে জিএসটি কমানো হবে। ৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এই জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠক হয়। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন থেকে ১২ শতাংশের বদলে ক্যানসারের ওষুধের উপর ৫ শতাংশ জিএসটি কার্যকর হবে।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1718933085382000&amp;usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p>আরও পড়ুন: <a title=”PAN Card: নতুন প্যান কার্ড পেলে আবার কি আধার লিঙ্ক করাতে হবে ? জানুন নিয়ম” href=”https://bengali.abplive.com/business/pan-card-2-0-is-it-necessary-to-link-aadhaar-again-with-new-pan-card-know-rules-1109377″ target=”_blank” rel=”noopener”>PAN Card: নতুন প্যান কার্ড পেলে আবার কি আধার লিঙ্ক করাতে হবে ? জানুন নিয়ম</a></p>

Similar Posts