Credit Card: বদলে গেল এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম, চার্জ কমাল ব্যাঙ্ক; কী কী বদল ?
<p><strong>ICICI Bank Credit Card: </strong>দেশের বহু মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তার মধ্যে বেশ কিছু গ্রাহকের কাছে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড। আজ ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার থেকে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের (Credit Card Rules) বেশ কিছু নিয়মে বদল এসেছে। দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাঙ্ক এই আইসিআইসিআই ব্যাঙ্ক। আপনিও যদি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (ICICI Bank Credit Card) ব্যবহার করে থাকেন, তাহলে এই খবর আপনার জন্য। দেখে নিন আজকের পর কী কী বদল এল এই ক্রেডিট কার্ডের নিয়মে, খরচ কি বাড়ল না কমল ?</p>
<p><strong>কী কী নিয়মে এসেছে বদল </strong></p>
<p>প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ফি ক্রেডিট কার্ডে পে করলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।</p>
<p>কার্ডের বিল পেমেন্টে দেরি হলে সেই লেট ফি বদলে গিয়েছে আজ থেকেই।</p>
<p>ইউটিলিটি এবং ফুয়েল পেমেন্টের ক্ষেত্রে নতুন ধরনের চার্জ যুক্ত করা হয়েছে।</p>
<p><strong>শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ফি মেটালে চার্জ লাগবে না</strong></p>
<p>আজ থেকে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো স্কুল কলেজ বা আন্তর্জাতিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বিল পেমেন্ট করলে কোনো চার্জ দিতে হবে না। তবে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি এই পেমেন্ট করে থাকেন আপনি, তাহলে আপনাকে দিতে হবে ১ শতাংশ চার্জ।</p>
<p><strong>লেট ফি-তে কী কী বদল এসেছে</strong></p>
<p>১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার থেকে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের বেশ কিছু নিয়মে বদল এসেছে। কিছু কিছু চার্জেও বদল এসেছে। লেট ফি এর মধ্যে অন্যতম। দেখে নিন এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের বিল দেরিতে পে করলে এরপর থেকে কত চার্জ দিতে হবে।</p>
<p>১০০ থেকে ৫০০ টাকার মধ্যে হলে- ১০০ টাকা চার্জ</p>
<p>৫০১ থেকে ১০০০ টাকার মধ্যে – ৫০০ টাকা চার্জ</p>
<p>১০০১ থেকে ৫০০০ টাকার মধ্যে – ৬০০ টাকা চার্জ</p>
<p>৫০০১ থেকে ১০,০০০ টাকার মধ্যে – ৭৫০ টাকা চার্জ</p>
<p>১০,০০১ থেকে ২৫,০০০ টাকার মধ্যে- ৯০০ টাকা চার্জ</p>
<p>২৫,০০১ থেকে ৫০,০০০ টাকার মধ্যে- ১১০০ টাকা চার্জ</p>
<p>৫০,০০০ টাকার বেশি হলে - ১৩০০ টাকা চার্জ</p>
<p>ক্রেডিট কার্ডের বিল ১০০ টাকার কম হলে, কোনো চার্জ দিতে হবে না গ্রাহককে।</p>
<p>আরও পড়ুন: <a title=”SBI Rate Hike: ঋণের উপর সুদের হার বাড়াল SBI, কোন কোন ঋণে এবার বাড়বে EMI ?” href=”https://bengali.abplive.com/business/sbi-increases-mclr-by-5-basis-point-auto-loan-and-personal-loan-emi-will-hike-1105546″ target=”_blank” rel=”noopener”>SBI Rate Hike: ঋণের উপর সুদের হার বাড়াল SBI, কোন কোন ঋণে এবার বাড়বে EMI ?</a></p>