Deepfake Video: বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন খোদ RBI-এর গভর্নর ! সত্যি ?

<p><strong>RBI Warning: </strong>ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে সমাজমাধ্যমে ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে গভর্নর শক্তিকান্ত দাসের একটি ডিপফেক ভিডিয়ো। আর এই ভুয়ো ভিডিয়োতে দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) বেশ কিছু স্কিমে বিনিয়োগের (RBI Governor) পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষকে।</p>
<p><strong>ভুয়ো ভিডিয়োর বিরুদ্ধে সতর্কবার্তা</strong></p>
<p>ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার ১৯ নভেম্বর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। আর এই কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরের ভুয়ো ভিডিয়ো দেখে সেই আর্থিক পরামর্শ মেনে যাতে কোনো ব্যক্তি ফাঁদে পা না দেন, সেই সতর্কতা জারি করেছে সংস্থা। রিজার্ভ ব্যাঙ্ক তাদের বিবৃতিতে জানিয়েছে যে এই ভিডিয়োতে শক্তিকান্ত দাসকে দেখা গিয়েছে কয়েকটি স্কিমে বিনিয়োগের ব্যাপারে পরামর্শ দিতে। এই স্কিম বিনিয়োগকে সমর্থন করতেও দেখা গিয়েছে। এমনকী এই ভিডিয়োতে নির্দিষ্ট কিছু স্কিমে প্রযুক্তিগত সরঞ্জামের সাহায্যে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন শক্তিকান্ত দাস, এমনটাই দেখানো হচ্ছে।</p>
<p>আরবিআই কোনো বিনিয়োগ নিয়েই আর্থিক কোনো পরামর্শ দেয় না, এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী জানানো হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকরা এই ধরনের কোনো কার্যকলাপকে সমর্থন করে না এবং এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় সংস্থার কেউ।</p>
<p><strong>এই ভিডিয়োগুলি সম্পূর্ণরূপে ভুয়ো</strong></p>
<p>নাগরিকদের এই ভুয়ো ভিডিয়ো নিয়ে সতর্ক হতে হবে। এই জাতীয় ডিপফেক ভিডিয়োর ফাঁদে পা দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন যাতে কেউ না হন, সেই জন্য সতর্কবার্তা জারি করেছে সংস্থা। রিজার্ভ ব্যাঙ্ক কখনও কোনো নাগরিককে আর্থিক বিনিয়োগের পরামর্শ দেয় না।</p>
<p><strong>সুদের হার কমানোর আর্জি রিজার্ভ ব্যাঙ্ককে</strong></p>
<p>কয়েকদিন আগেই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল রিজার্ভ ব্যাঙ্ককে রেপো রেট বা ঋণের উপর সুদের হার কমানোর আর্জি জানিয়েছিলেন। তাঁর মতে দেশে সমস্ত ব্যাঙ্কেই ঋণের উপর সুদের হার এখন অত্যন্ত চড়া যার কারণে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে ঋণ নেওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সুদের হার নিয়ে বড় মন্তব্য করেন। সমস্ত ব্যাঙ্কগুলিকে সুদের হার সাশ্রয়ী করার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1730890131920000&amp;usg=AOvVaw0JgMq1lanr8qAEos6eeaBA”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<p><strong><em>আরও পড়ুন: <a title=”PF Account: নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন ? প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা যাবে ?” href=”https://bengali.abplive.com/business/pf-account-advance-withdrawal-rule-for-buying-a-house-or-flat-know-details-1106333″ target=”_blank” rel=”noopener”>PF Account: নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন ? প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা যাবে ?</a></em></strong></p>

Similar Posts