Elon Musk: তুখোর বুদ্ধি, সপ্তাহে ৮০ ঘণ্টা কাজের ক্ষমতা ! DOGE-র জন্য লোক খুঁজছেন এলন মাস্ক, বেতন শুনলে অবাক হবেন

<p><strong>DOGE Vacancy: </strong>আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি একটি নতুন সরকারি বিভাগ চালু করেছেন যার নাম দেওয়া হয়েছে DOGE অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এই বিভাগের প্রধান কাজ হবে মার্কিন মুলুকের (Elon Musk) সরকারি খরচ কমানোর চেষ্টা করা ও নতুন নতুন পন্থা নিরুপণ করা। এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ধনকুবের এলন মাস্ক এবং বিবেক রামস্বামী। মার্কিনি বাজেট (US Budget) কমানোই এখন এই দুই ধনকুবেরের মুখ্য উদ্দেশ্য। আগামী ২০২৬ সালের ৪ জুলাইয়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে বলে জানা গিয়েছে। এই দিনে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসও উদযাপিত হবে।</p>
<p>মূলত হোয়াইট হাউস এবং অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের যৌথ পৃষ্ঠপোষকতায় চলবে এই বিভাগটি। যদিও এটি কোনো আনুষ্ঠানিক সরকারি দফতর হিসেবে কাজ করবে না, বহিরাগত পরামর্শদাতা হিসেবেই কাজ করবে। সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে এই বিভাগের জন্যই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলেন এলন মাস্ক।</p>
<p><strong>কেমন কর্মী হতে হবে</strong></p>
<p>এক্স হ্যান্ডলের দোজি অ্যাকাউন্টে পোস্ট করা এই নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই কাজের জন্য তুখোর বুদ্ধি ও আইকিউ সম্পন্ন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা কী থাকবে তা সম্পর্কে কিছুই জানানো হয়নি। এছাড়া সপ্তাহে ৮০ ঘণ্টা কাজের দক্ষতাও থাকতে হবে সেই ব্যক্তির মধ্যে। তবে শুধুই আইডিয়া জেনারেটর গোত্রের লোক নেওয়া হবে না এই বিভাগে, এমনটাই বলা হয়েছে পোস্টে।</p>
<p>দোজির জন্য আবেদন করতে হলে পোস্টের সাপেক্ষে সরাসরি ডিএম করতে হবে দোজি অ্যাকাউন্টে। তবে এই ডিএম একমাত্র সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেই করা যাবে যেগুলি এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট এবং প্রতি বছর ৮৪ ডলার খরচ করে এই সাবস্ক্রিপশন নেওয়া আছে যে সমস্ত ব্যবহারকারীর, তারাই আবেদনের যোগ্য হবেন। সমস্ত আবেদনকারীদের মধ্যে থেকে সেরা ১ শতাংশ প্রার্থীকে বেছে নেওয়া হবে। তবে কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে তা জানানো হয়নি।</p>
<p><strong>কত বেতন হবে</strong></p>
<p>এই নিয়োগের ক্ষেত্রে কোনো বেতন দেওয়া হবে না প্রার্থীদের। পোস্টে <a title=”এলন মাস্ক” href=”https://bengali.abplive.com/topic/elon-musk” data-type=”interlinkingkeywords”>এলন মাস্ক</a> স্পষ্টই লেখেন যে এটি একপ্রকার একঘেয়ে কাজ, এর মাধ্যমে আপনার প্রচুর শত্রু হয়ে যাবে এবং কোনো টাকা দেওয়া হবে না। এই অবৈতনিক পদে কাজের জন্য মার্কিন প্রদেশের খুব উপকার হবে।</p>
<p>আরও পড়ুন: <a title=”Pension: পিএফ অ্যাকাউন্ট রয়েছে আপনার ? ৬০ বছর পর থেকে কত টাকা পেনশন পাবেন ?” href=”https://bengali.abplive.com/business/provident-fund-account-how-much-pension-to-get-after-60-years-know-pf-rules-1105626″ target=”_blank” rel=”noopener”>Pension: পিএফ অ্যাকাউন্ট রয়েছে আপনার ? ৬০ বছর পর থেকে কত টাকা পেনশন পাবেন ?</a></p>

Similar Posts