Gautam Adani Bribe Row: জালিয়াতি-দুর্নীতির অভিযোগ, জারি গ্রেফতারি পরোয়ানা, আদানির সঙ্গে চুক্তি বাতিল করল কেনিয়া
<p><strong>নয়াদিল্লি:</strong> আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI, জাস্টিস ডিপার্টমেন্ট<br />এবং সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এই তিনটি সংস্থার যৌথ তদন্তে, বরাত পেতে ঘুষ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত আদানিরা। বিষয়টি সামনে আসার পর থেকেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। আর সেই আবহেই আদানি গোষ্ঠীকে দেওয়া বিমানবন্দর চুক্তি বাতিল করল কেনিয়া। (Gautam Adani Bribe Row)</p>
<p>বৃহস্পতিবার বিবৃতি দিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা করেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জানান, দেশের মূল বিমানবন্দরটি পরিচালনার জন্য যে চুক্তি হয়েছিল আদানিদের সঙ্গে, তা বাতিল করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, গত মাসে ৭৩.৬ কোটি ডলারের যে বিদ্যুৎ সরবরাহের লাইন তৈরির চুক্তি হয়েছিল আদানিদের সঙ্গে, তাও বাতিল করা হয়েছে। (Adani Group Bribe Row)</p>
<p>প্রেসিডেন্ট রুটো বলেন, “পরিবহণ এবং বিদ্যুৎ ও পেট্রোলিয়াম মন্ত্রককে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছি আমি।” আমেরিকা থেকে যে তথ্য সামনে এসেছে আদানিদের নিয়ে, তার জেরেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। হিন্ডেনবার্গ রিপোর্টের পর, গত দু’বছরে এই নিয়ে পর পর দু’বার বড় ধাক্কা খেল আদানি গোষ্ঠী। কিন্তু এবারে আদানিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর। </p>
<p>আমেরিকার তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, সরকারি প্রকল্পের বরাত পেতে ভারতের আধিকারিকদের ২০০০ কোটি টাকার বেশি ঘুষ দিয়েছিল আদানি গোষ্ঠী, যা থেকে ২০ হাজার কোটি মুনাফা ঘরে তোলার লক্ষ্য ছিল তাদের। আর এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী সংস্থা Solar Energy Corporation of India (SECI)-এর বরাত নিয়েই সবচেয়ে বড় অভিযোগ সামনে এসেছে।</p>
<p>বলা হয়েছে, SECI-কে ১২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ প্রদান করা হবে। কিন্তু আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়ে গেলেও, কোনও গ্রাহক খুঁজে পায়নি SECI. কারণ যে দামে সৌরশক্তি বিক্রির কথা বলা হয়, তাতে পোষায়নি কোনও রাজ্যের। এর পরই আদানি গোষ্ঠী বেশ কিছু রাজ্যের আধিকারিকদের ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু আমেরিকার যে সমস্ত ব্যাঙ্ক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে ওই প্রকল্পবাবদ হাজার হাজার কোটি টাকা তুলেছিল আদানি গোষ্ঠী, তাদের গোটা বিষয়টি সম্পর্কে অন্ধকারে রাখা হয়। </p>
<p>শুধু তাই নয়, Adani Green Energey-র প্রাক্তন সিইও বিনীত জৈন দুর্নীতির বিষয়টি লুকিয়ে ঋণ এবং বন্ড বাবদ বাজার থেকে ৩০০ কোটি ডলার তোলেন বলে অভিযোগ সামনে এসেছে। গৌতম আদানির ভাইপো সাগর আদানি-সহ মোট আট জনের নামে দুর্নীতি, জালিয়াতির অভিযো সামনে এসেছে। আমেরিকায় আদানি, সাগর এবং বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদানিরা অভিযোগ অস্বীকার করলেও, তাঁরা এখন কোথায়, জানা যায়নি।</p>