Gold Price: সোনার গয়না গড়াবেন ? প্রতি গ্রাম সোনায় আজ কি খরচ বাঁচবে ? দেখুন রেটচার্ট
<p><strong>Gold Price: </strong>সোনার দাম আবার বেড়ে গেল বাংলায়। গতকাল বেশ খানিকটা সস্তা হয়েছিল সোনার দাম। ২৪ ক্যারাট হোক বা ২২ ক্যারাট, দাম কমলে অনেক কম খরচে সোনা (Gold Rate Today) কিনতে পারেন সাধারণ মানুষ। সোনায় বিনিয়োগও করা যায় অনেক কম টাকাতেই। কিন্তু আজ আবার সোনার দাম ঊর্ধ্বমুখী। আজ সোনায় গয়না গড়াতে গেলে খরচ অনেকটাই বেশি পড়বে। গতকালের থেকেও আজ দাম (Gold Price) অনেকটা বেড়ে গিয়েছে। অন্যদিকে রুপোর দামও অনেক বেড়েছে। কেজিতে প্রায় ২ হাজার টাকা বেড়েছে দাম। সোনা, রুপোর কি দাম আর কমবে না আর ? বিয়ের ভরা মরশুমে পকেটে টান পড়বে গ্রাহকদের। </p>
<p><strong>সোনার দর বদলে হল (২৯ নভেম্বর, ২০২৪)</strong></p>
<table border=”1″>
<tbody>
<tr>
<td><strong>সোনা</strong></td>
<td><strong>ওজন</strong></td>
<td><strong>দাম (টাকায়)</strong></td>
</tr>
<tr>
<td>২৪ ক্যারেট (Fine Gold 995)</td>
<td>১ গ্রাম</td>
<td>৭৬৪১</td>
</tr>
<tr>
<td>২২ ক্যারেট (কিনতে গেলে)</td>
<td>১ গ্রাম</td>
<td>৭২৬০</td>
</tr>
<tr>
<td>২২ ক্যারেট (বেচতে গেলে)</td>
<td>১ গ্রাম</td>
<td>৬৯৫৩</td>
</tr>
<tr>
<td>১৮ ক্যারেট</td>
<td>১ গ্রাম</td>
<td>৫৯৬০</td>
</tr>
<tr>
<td>রুপো (৯৯৯)</td>
<td>১ কেজি</td>
<td>৯০,২৩১</td>
</tr>
</tbody>
</table>
<p>সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।</p>
<p><strong><em>তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)</em></strong></p>
<p><strong>সোনাতে বিনিয়োগ করেন অনেকেই</strong></p>
<p>অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। </p>
<p><strong>সোনার বিশুদ্ধতা </strong></p>
<p>সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। <span class=”skimlinks-unlinked”>ABPLive.com</span> কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1730890131920000&usg=AOvVaw0JgMq1lanr8qAEos6eeaBA”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<p><strong><em><iframe class=”vidfyVideo” style=”border: 0px;” src=”https://bengali.abplive.com/web-stories/auto/ola-gig-e-scooter-running-cost-rs-15-per-day-budget-friendly-scooter-1108059″ width=”631″ height=”381″ scrolling=”no”></iframe></em></strong></p>