Infosys: ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দিচ্ছে এই টেক সংস্থা, কোন কর্মীরা পাবেন সুখবর ?
<p><strong>Infosys Employee: </strong>দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের (Infosys) কর্মীদের জন্য এবার বড় সুখবর। দারুণ পারফরম্যান্সের জন্য কিছু কিছু কর্মীদের ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দেবে এই সংস্থা। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের এই দারুণ মুনাফার (Bonus Announcement) পরেই এই ঘোষণা করেছে সংস্থা। কারা পাবেন এই বোনাস ?</p>
<p>সংবাদসূত্রে জানা গিয়েছে ইনফোসিস সংস্থার ডেলিভারি এবং সেলস বিভাগের অন্তর্গত মিডিয়াম এবং জুনিয়র লেভেলের কর্মীদের জন্যই এই বিপুল বোনাস ঘোষণা করেছে সংস্থা। এই বিভাগ মূলত সংস্থার বেঙ্গালুরুর অফিসেই রয়েছে যেখানে মোট ৩.১৫ লক্ষ কর্মী কাজ করেন। ফলে এত বিপুল সংখ্যক কর্মীরা এবার পাবেন সুখবর। সংস্থার পক্ষ থেকে একটি ইমেলে কর্মীদের জানানো হয়েছে যে নভেম্বর মাসের বেতনের সঙ্গেই এই বোনাস যুক্ত করে কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে। তবে এই বোনাসের অঙ্ক একেক কর্মীর জন্য একেক রকম থাকবে। কর্মীদের পারফরম্যান্স এবং অবদানের উপর ভিত্তি করে এই বোনাস দেওয়া হবে। অর্থাৎ সকলেই যে ৯০ শতাংশ বোনাস সম্পূর্ণ পাবেন তা নয়।</p>
<p><strong>ভাল কাজের জন্য প্রশংসিত কর্মীরা </strong></p>
<p>ইনফোসিসের পক্ষ থেকে কর্মীদের ইমেলে পাঠানো হয়েছে যে, এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার পারফরম্যান্স অনেক ভাল হয়েছে এবং সংস্থার মুনাফাও আগের থেকে অনেক বেড়েছে। বাজারে সংস্থার মূল্য আরও অনেক শক্তপোক্ত হয়েছে। আর এই সাফল্যের মূল কাণ্ডারি কর্মীদের অনলস অবদান। মার্জিন পারফরম্যান্সের উপর স্ট্রাটেজিক ফোকাস এই সাফল্য এনে দিয়েছে। কর্মীদের কাজের প্রশংসা করে ইনফোসিস লিখেছে, ‘আপনাদের কমিটমেন্ট আমাদের সংস্থার সক্ষমতা এবং গ্রাহকদের আরও সুবিধে দিতে সহায়তা করেছে। আপনাদের এই সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ।'</p>
<p>সেপ্টেম্বর মাসে যে দ্বিতীয় ত্রৈমাসিক শেষ হয়েছে তাতে ইনফোসিসের পারফরম্যান্স অনেক ভাল হয়েছে। এই সংস্থার কনসলিডেটেড উপার্জন বার্ষিক হিসেবে ৪.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫০৬ কোটি টাকায়। একইসঙ্গে সংস্থার মোট আয় ৫.১ শতাংশ বেড়ে গিয়েছে, এখন উপার্জনের অঙ্ক হল ৪০,৯৮৬ কোটি টাকা। এই ত্রৈমাসিকেও কর্মীদের পাঠানো ইমেলে সংস্থা জানায়নি যে প্রতি ইউনিটে কত টাকা করে বোনাস দিচ্ছে ইনফোসিস।</p>
<p>খরচ এবং নগদ অর্থ বাঁচাতে ২০২১-২২ অর্থবর্ষে ইনফোসিস বেতন বৃদ্ধি রদ করেছিল। গত বছর অক্টোবর মাস থেকে এই সংস্থা শুরু করেছে বার্ষিক অ্যাপ্রাইজাল সাইকেল। একইসঙ্গে ২০২৩ সালের ডিসেম্বর সাইকেলের জন্য পে রিভিশন লেটারও পাঠিয়েছে কর্মীদের।</p>
<p>আরও পড়ুন: <a title=”Car Driving Tips: গাড়িতে জোরে গান বাজালে চালান কাটতে পারে ট্রাফিক পুলিশ ? কী রয়েছে নিয়ম” href=”https://bengali.abplive.com/business/car-driving-tips-challan-for-playing-loud-music-in-the-car-1107817″ target=”_blank” rel=”noopener”>Car Driving Tips: গাড়িতে জোরে গান বাজালে চালান কাটতে পারে ট্রাফিক পুলিশ ? কী রয়েছে নিয়ম</a></p>