IPO Alert: লিস্টিংয়েই দ্বিগুণ রিটার্ন দিতে পারে এই IPO, দৌড়চ্ছে GMP; বিনিয়োগ করবেন ?
<p><strong>Defence Sector IPO: </strong>ভারতের শেয়ার বাজার এখন ক্রমশ পতনের দিকে চলছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই সমস্ত স্টকেই লাল সঙ্কেত দেখা যাচ্ছে। মুনাফা হচ্ছে না, টানা লোকসানেই চলছেন বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগকারীদের প্রভূত শেয়ার বিক্রির কারণে এবং ভারতের বেশ কিছু সংস্থার দুর্বল ত্রৈমাসিকের উপার্জনের কারণে বাজারে নেতিবাচক মনোভাব বেড়েছে। আর এই কারণে দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা। এরই মাঝে এই ডিফেন্স সংস্থার আইপিও (Upcoming IPO) আসছে বাজারে। আর এর জিএমপি দেখলে খুশি হবেন বিনিয়োগকারীরা। এখন এই আইপিওর (IPO Alert) জিএমপি দেখলে অনেকেই নিশ্চিত হবেন যে বাজারে তালিকাভুক্ত হলে এই আইপিও থেকেই দ্বিগুণ রিটার্ন মিলবে।</p>
<p><strong>কোন সংস্থার আইপিও আসছে</strong></p>
<p>এই সংস্থার নাম সিটুসি অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। আগামী ২২ নভেম্বর বাজারে আসছে এই আইপিও। আগামী ২৯ নভেম্বর এই আইপিও তালিকাভুক্ত হতে চলেছে। বাজার থেকে আইপিওর মাধ্যমে ৯৯.০৭ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে সংস্থা। এর মধ্যে ৪৩.৮৪ লক্ষ টাকার নতুন শেয়ার ইস্যু করবে সংস্থা। সিটুসি অ্যাডভান্সড সিস্টেমের আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ২১৪ টাকা থেকে ২২৬ টাকার মধ্যে। একইসঙ্গে এই সংস্থা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত রেখেছে এবং ৩৫ শতাংশ শেয়ার সংরক্ষিত রেখেছে খুচরো বিনিয়োগকারীদের জন্য। এই আইপিওর একটি লটে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীকে খরচ করতে হবে ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা।</p>
<p><strong>কত জিএমপি চলছে</strong></p>
<p>গ্রে মার্কেটে আজ রবিবার দারুণ পারফরম করছে এই শেয়ার। ২২০ টাকা জিএমপিতে চলছে এই আইপিও। অর্থাৎ প্রাইসব্যান্ডের থেকে ৯৭.৩৫ শতাংশ বেড়েছে দাম। ২৯ নভেম্বর পর্যন্ত যদি এই জিএমপিই চলতে থাকে তাহলে এই আইপিওর লিস্টিং হবে ৪৪৬ টাকায়, প্রতি শেয়ারে ২২৬ টাকা মুনাফা হবে এই শেয়ারে।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। <span class=”skimlinks-unlinked”>ABPLive.com</span> কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p>আরও পড়ুন: <a title=”Best Stocks To Buy: সোমবারের বাজারে লাভ চান ? এই দুই স্টক দিতে পারে দারুণ ছুট” href=”https://bengali.abplive.com/business/best-two-stocks-for-monday-in-indian-share-market-1105996″ target=”_blank” rel=”noopener”>Best Stocks To Buy: সোমবারের বাজারে লাভ চান ? এই দুই স্টক দিতে পারে দারুণ ছুট</a></p>