Jhunjhunwala Portfolio: ২ মাসে ১৫ হাজার কোটির লোকসান রেখা ঝুনঝুনওয়ালার, এই স্টকগুলিতে এসেছে বড় পতন
<p><strong>Rekha Jhunjhunwala: </strong>বর্ষীয়ান শেয়ার বাজারের বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পর সেই পোর্টফোলিও এখন পরিচালনার দায়ভার বর্তেছে তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার (Rekha Jhunjhunwala) হাতে। আর ঝুনঝুনওয়ালার পারিবারিক এই পোর্টফোলিও (Jhunjhunwala Portfolio) সাম্প্রতিক বাজার ধসের কারণে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনসেক্স এবং নিফটি যেখানে ৮-৯ শতাংশ পড়ে গিয়েছিল, সেখানে ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর মূল্য এক ধাক্কায় ১৩ শতাংশ কমে যায়।</p>
<p>গত মঙ্গলবার সন্ধ্যায় এই পোর্টফোলিওর মূল্য ছিল ৪০,০৮২ কোটি টাকা, যা আগের ত্রৈমাসিকের শেষে ছিল ৫৫,০৯৫ কোটি টাকা। ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে থাকা ৫টি স্টকের কোনোটিই এই সময়ের মধ্যে ইতিবাচক রিটার্ন দেয়নি। এই পোর্টফোলিওর একটা বড় অংশ জুড়ে আছে টাইটান, কনকর্ড বায়োটেক, স্টার হেলথ এবং অ্যালায়েড ইনসিওরেন্স, টাটা মোটরস, মেট্রো ব্র্যান্ডস। এই সমস্ত শেয়ারেই ৬ শতাংশ থেকে শুরু করে ২৪ শতাংশ পর্যন্ত পতন দেখা গিয়েছে।</p>
<p>টাইটান কোম্পানি লিমিটেডে ঝুনঝুনওয়ালার স্টেক আছে ৫.১ শতাংশ। ৩০ সেপ্টেম্বর থেকে ধরলে এই স্টকের দাম ১৫ শতাংশ পড়ে গিয়েছে। এর মূল কারণ সংস্থার দুর্বল দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল। ২০২৫-এর জন্য সংস্থা মার্জিন গাইডেন্সও কমিয়ে দিয়েছে।</p>
<p>টাটা মোটরসে ১.৩ শতাংশ স্টেক রয়েছে ঝুনঝুনওয়ালার। এই শেয়ারও ২০ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ২০ শতাংশ কারেকশন হয়েছে। এই সংস্থার অধীনস্থ জাগুয়ার ল্যান্ড রোভার কোম্পানি তাদের EBTIDA মার্জিন ৮.৫ শতাংশে ধরে রাখলেও তাদের ফ্রি ক্যাশ ফ্লো গাইডেন্স ১.৮ বিলিয়ন পাউন্ড থেকে কমিয়ে এনেছে ১.৩ বিলিয়ন পাউন্ডে।</p>
<p>স্টার হেলথের শেয়ারের দাম পড়েছে ২৪ শতাংশ। এই সংস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলে দেখা গিয়েছে এই সংস্থার ক্লেম রেশিও বেড়েছে ৪১০ বেসিস পয়েন্ট। দীর্ঘ বর্ষার কারণে এই রেশিও বেড়ে গিয়েছে যার সংস্থার ব্যবসায় প্রভাব ফেলেছে।</p>
<p>সবশেষে মেট্রো ব্র্যান্ডসের শেয়ারেও ১৩ শতাংশ পতন এসেছে বিগত ২ মাসের মধ্যে। বিশেষজ্ঞরা যদিও এই স্টকের টার্গেট প্রাইস রেখেছেন ১১৭৫ টাকায়। ২০২৫ সালের মধ্যে দেশে আরও ১০০টি নতুন স্টোর খুলবে মেট্রো ব্র্যান্ডস।</p>
<p> </p>