PAN Card: নতুন প্যান কার্ড পেলে আবার কি আধার লিঙ্ক করাতে হবে ? জানুন নিয়ম

<p><strong>PAN 2.0: </strong>নতুন প্যান কার্ড পাবেন করদাতারা, তাতে থাকবে কিউআর কোড। এই নতুন প্যান কার্ড করাতে কোনো চার্জ লাগবে না, খুব সহজেই ইমেলে পেয়ে যাবেন এই প্যান কার্ড (PAN Card Update)। তবে বাড়ির ঠিকানায় ডাকযোগে আনতে গেলে তার জন্য কিছু চার্জ দিতে হবে বলে জানা গিয়েছে। তবে এই নতুন প্যান কার্ড (PAN Card) পেলে আবার কি আধার লিঙ্ক করাতে হবে ? ভারতের আয়কর বিভাগের পক্ষ থেকে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে। ফলে নতুন প্যান কার্ডের (PAN 2.0) ক্ষেত্রেও যে একই নিয়ম প্রযোজ্য হবে তা বলাই বাহুল্য।</p>
<p>আয়কর বিভাগের নিয়ম অনুসারে প্যান কার্ডের সঙ্গে আপনি যদি আধার লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনার প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনি আয়কর জমা করতে অর্থাৎ আইটিআর ফাইল করতে পারবেন না। এমনকী কোনোভাবে ফাইল করলেও ট্যাক্স রিফান্ড পাবেন না। তবে নতুন করে প্যান কার্ডের আবেদন করলে আবেদনের সময়েই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এই প্যান কার্ড।</p>
<p>মোবাইলে এসএমএসের মাধ্যমেও আপনি চাইলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন। এর জন্য আপনাকে UIDPAN লিখে নিজের আধার নম্বর এবং তারপরে নিজের প্যান নম্বর লিখে পাঠাতে হবে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ এই নম্বরে। প্যান কার্ডে নাম, জন্মতারিখ, লিঙ্গ ইত্যাদি আধার কার্ডের সঙ্গে মিলতে হবে, নাহলে লিঙ্ক করা যাবে না। দুটি নথিতেই একই তথ্য থাকতে হবে।</p>
<p>কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে যে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য প্রতি ১০ বছর অন্তর আপডেট করাতে হবে। কিন্তু প্যান ২.০ এলে তা আপডেট করানোর দরকার পড়বে না। এই নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকছে, এর মাধ্যমে প্যানের যাচাইকরণ অনেক সুবিধেজনক হবে। এই ফিচার্সের কারণে আর্থিক জালিয়াতি থেকে বাঁচা যাবে সহজেই।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1718933085382000&amp;usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p>আরও পড়ুন: <a title=”PM Mandhan Yojana: দেশের কৃষকদেরও পেনশনের সুবিধে দেয় কেন্দ্র, কীভাবে পাবেন ? কোথায় করতে হয় আবেদন ?” href=”https://bengali.abplive.com/business/pm-kisan-mandhan-yojana-pension-system-for-famers-in-india-know-benefits-application-procedure-1108464″ target=”_blank” rel=”noopener”>PM Mandhan Yojana: দেশের কৃষকদেরও পেনশনের সুবিধে দেয় কেন্দ্র, কীভাবে পাবেন ? কোথায় করতে হয় আবেদন ?</a></p>
<p>আরও পড়ুন: <a title=”PM Mandhan Yojana: দেশের কৃষকদেরও পেনশনের সুবিধে দেয় কেন্দ্র, কীভাবে পাবেন ? কোথায় করতে হয় আবেদন ?” href=”https://bengali.abplive.com/business/pm-kisan-mandhan-yojana-pension-system-for-famers-in-india-know-benefits-application-procedure-1108464″ target=”_blank” rel=”noopener”>PM Mandhan Yojana: দেশের কৃষকদেরও পেনশনের সুবিধে দেয় কেন্দ্র, কীভাবে পাবেন ? কোথায় করতে হয় আবেদন ?</a></p>

Similar Posts