Petrol Diesel Price: কলকাতায় আজ নতুন দাম পেট্রোল-ডিজেলের, এক লিটারে লাগবে কত টাকা ?

<p><strong>Fuel Price Hike:</strong> বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে ইতিমধ্যেই অনেকটা থিতু হয়েছে অপরিশোধিত তেলের দাম (Crude Oil)। ব্যারেল প্রতি অনেকটাই নেমেছে ক্রুড অয়েল। যার প্রভাব পড়েছে পেট্রোল-ডিজেলের দামে (Petrol-Diesel Price)। জেনে নিন, আজ কলকাতা-সহ দেশের চার মহানগরে কত হয়েছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)।</p>
<p><strong>সকাল কটায় ঘোষণা হয় দামের</strong><br />প্রতিদিন সকাল 6 টায় তেল বিপণন সংস্থাগুলি (OMCs) পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol Diesel Price) ঘোষণা করে। এই পণ্যগুলির বিশ্ববাজারে দামের অস্থিরতা সত্ত্বেও ধারাবাহিকতা বজায় রাখতেই এই দাম ঘোষণা হয়। OMCs বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম এবং বৈদেশিক বিনিময় হারের ওঠানামার প্রতিক্রিয়া হিসাবে দামগুলি সামঞ্জস্য করে, যাতে গ্রাহকদের সর্বদা সর্বশেষ জ্বালানি খরচ সম্পর্কে জানানো যায়।</p>
<p><strong>Petrol Diesel Price আজ দেশের চার মহানগরে কত হয়েছে দাম&nbsp;</strong></p>
<p>CITY &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;PETROL PRICE (RS/LITRE) DIESEL PRICE (RS/LITRE)<br />Delhi &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;94.72 &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; 87.62<br />Mumbai &nbsp; 103.44 &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; 89.97<br />Chennai &nbsp; 100.85 &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; 92.44<br />Kolkata &nbsp;103.94 &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; 90.76</p>
<p><strong>Petrol Diesel Price : কী কী কারণে দাম ওঠানামা করে</strong><br />পেট্রোল- ডিজেলের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে। মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় করের ওপর এই দাম নির্ভর করে। যদিও রাজ্য থেকে রাজ্যে এই দাম পরিবর্তিত হয়। 2022 সালের মে থেকে জ্বালানির হার অপরিবর্তিত রয়েছে, সেই সময় কেন্দ্রীয় সরকার এবং বেশ কয়েকটি রাজ্য জ্বালানি কর কমিয়েছিল । ওএমসিগুলি সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম অনুসারে প্রতিদিন সকাল 6 টায় জ্বালানির খুচরা দাম পরিবর্তন করে। আবগারি কর, বেস প্রাইসিং এবং প্রাইস ক্যাপের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে।</p>
<p><strong>Fuel Price Hike: &nbsp;আপনার শহরের দাম কীভাবে দেখবেন</strong><br />আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP &lt;ডিলার কোড&gt; লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE &lt;ডিলার কোড&gt; লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP &lt;ডিলার কোড&gt; লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন। জেনে নিন, আজ কলকাতা সহ দেশের চার মহানগরে কত হল জ্বালানির দাম। স্বাধীনতা দিবস উপলক্ষে কি বিশেষ ছাড়া দিচ্ছে তেল বিপণন কোম্পানিগুলি ? জেনে নিন এখানে।</p>
<p><strong><a title=”Fixed Deposit: এফডিতে কোন ব্যাঙ্কগুলি দিচ্ছে সেরা সুদ, রইল এই ৯টির নাম” href=”https://bengali.abplive.com/business/fixed-deposit-rates-of-these-9-small-finance-bank-will-attract-you-1091780″ target=”_self”>Fixed Deposit: এফডিতে কোন ব্যাঙ্কগুলি দিচ্ছে সেরা সুদ, রইল এই ৯টির নাম</a></strong></p>

Similar Posts