Pushpa 2: ‘পুষ্পা ২’-র টিকিটে ২০০ টাকার ছাড়, ই-কমার্স সংস্থা দিচ্ছে বড় সুযোগ

<p><strong>Pushpa 2 Coupon: </strong>সারা দেশে এখন ‘পুষ্পা’ ঝড় চলছে। অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা ২’ ছবিকে ঘিরে উত্তাল সারা দেশ। আর এই ‘পুষ্পা’ (Pushpa 2) আবহে গা ভাসিয়ে ব্যবসায় নয়া মোচড় আনতে চেষ্টা করছে দীপিন্দর গোয়েলের ‘ব্লিঙ্কইট’ সংস্থা। ‘মুভি ম্যাজিক’-এ যোগ দিয়েছে এই সংস্থাও। জোমাটোর গ্রসারির সার্ভিস শাখা কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কইট (BlinkIt Offer) ২০০ টাকার একটি ভাউচারের সুবিধে দিচ্ছে তাদের প্ল্যাটফর্মে ৯৯৯ টাকার জিনিস কেনাকাটার উপর। আর এই ২০০ টাকার ভাউচার (Pushpa 2 Ticket Booking) দিয়ে কাটা যাবে ‘পুষ্পা ২’-এর টিকিট।</p>
<p><strong>কীভাবে পাবেন এই ডিসকাউন্ট ভাইচার</strong></p>
<p>’পুষ্পা ২’ ছবির টিকিটে এই ছাড় পেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে ব্লিঙ্কইটের অ্যাপে। এই অ্যাপে মোট ৯৯৯ টাকার গ্রসারি জিনিস অর্ডার করলে তবেই এই ভাউচার পাবেন আপনি। প্রতিটি গ্রাহকের জন্য এই অফার রয়েছে এবং মাত্র একবারই এই অফার নেওয়ার সুযোগ পাবেন আপনি। ভারতের যে কোনো প্রেক্ষাগৃহে যে কোনো সিটের জন্য এই অফারটি প্রযোজ্য হবে। এর জন্য টিকিটের দামের থেকে ২০০ টাকা কম দিতে হবে আপনাকে। অর্থাৎ এক কথায় টিকিটের দামে ফ্ল্যাট ২০০ টাকা ছাড় পাবেন আপনি। টিকিট বুকিং কনফার্ম করার আগে আপনাকে ব্লিঙ্কইটের থেকে পাওয়া ভাউচার কোড বসাতে হবে। এই ভাউচার কোড জেলার অ্যাপে সক্রিয় থাকতে হবে। হোয়াটসঅ্যাপে এই ভাউচার কোডের বিশদ তথ্য জানিয়ে দেবে ব্লিঙ্কইট।</p>
<p>এই গ্রসারির অর্ডার ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই তথ্য আপনি ব্লিঙ্কইটের সামারি পেজে দেখতে পাবেন। এই ছাড়া কেবলমাত্র টিকিটের দামের উপরেই উপলব্ধ হবে। এছাড়া অন্য কোনো আইটেম বা জিনিস একত্রে বুক করলে তার উপর প্রযোজ্য হবে না। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র এই অফার পাওয়া যাবে।</p>
<p><strong>বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা ২'</strong></p>
<p>৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার অভিনীত এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। আর ইতিমধ্যেই অন্য সমস্ত ছবির রেকর্ড ভেঙে ‘পুষ্পা ২’-ই এখন সবথেকে দ্রুত ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সারা বিশ্বের নিরিখে।</p>
<p>আরও পড়ুন:<a title=”Multibagger Stock: ২ বছরে ৮২৬ শতাংশ রিটার্ন ! এই স্টকে বিপুল মুনাফা” href=”https://bengali.abplive.com/photo-gallery/business/bse-share-gave-3000-percent-return-in-5-years-biggest-multibagger-stock-1109574″ target=”_blank” rel=”noopener”>Multibagger Stock: ২ বছরে ৮২৬ শতাংশ রিটার্ন ! এই স্টকে বিপুল মুনাফা</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1718933085382000&amp;usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>

Similar Posts