RBI Gold Buying: টন টন সোনা কিনছে RBI, ১০ মাসে কত সোনা এল ভারতের ভাণ্ডারে ?

<p><strong>Gold Reserve: </strong>ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (WGC) বৃহস্পতিবার জানিয়েছে যে সারা বিশ্ব জুড়ে বিগত অক্টোবর মাসে সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মোট ৬০ টন সোনা কিনেছে (Gold Buying) যার মধ্যে শুধু ভারতের রিজার্ভ ব্যাঙ্কই কিনেছে ২৭ টন সোনা। সব দেশকে পিছনে ফেলে সোনা কেনার (Gold Reserve) দৌড়ে শীর্ষ স্থানে রয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI Gold Reserve)। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এই তথ্য মূলত ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। আর এই তথ্য অনুসারে শুধু অক্টোবর মাসেই রিজার্ভ ব্যাঙ্ক ২৭ টন সোনা কিনেছে আর এই বছর ২০২৪ সালে এখনও পর্যন্ত ৭৭ টন সোনা কিনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক।</p>
<p><strong>আগের বছরের থেকে সোনা কেনার মাত্রা বেড়েছে</strong></p>
<p>ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদন অনুসারে রিজার্ভ ব্যাঙ্কের (RBI Gold Reserve) এই সোনা কেনার পরিমাণ গত বছর একই সময়ের তুলনায় ৫ গুণ বেড়ে গিয়েছে। তথ্য পরিসংখ্যান বলছে যে এই সোনা কেনার মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক মোট ৮৮২ টন সোনা কিনেছে যার মধ্যে মোট ৫১০ টন সোনা এখন ভারতেই রয়েছে।</p>
<p><strong>গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল</strong></p>
<p>উন্নয়নশীল দেশগুলি এখন সোনা কেনার দিক থেকে শীর্ষস্থান দখল করেছে। ২০২৪ সালে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাসের মধ্যে তুর্কি এবং পোল্যান্ড সোনা কেনার দৌড়ে শীর্ষে রয়েছে। তুর্কি সোনা কিনেছে ৭২ টন এবং পোল্যান্ড সোনা কিনেছে ৬৯ টন। ভারত, তুর্কি আর পোল্যান্ড মিলিয়েই বিশ্বের সোনা কেনার নিরিখে ৬০ শতাংশ সোনা নিজেরাই কিনেছে।</p>
<p><strong>সোনার দাম কমেছে আজ</strong></p>
<p>আজ দেশে আগের দিনের তুলনায় অনেকটাই দাম কমেছে। ২৪ ক্যারাট সোনার দাম আজ কমে এসে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৭৬,১৯০ টাকায়। বিয়ের মরশুমেও আজ এমসিএক্সে সোনার দাম এক ধাক্কায় ২৯০০ টাকা কমে গিয়েছে। আজ এমসিএক্সে সোনার দাম ৭৬,৬৫৫ টাকায় বন্ধ হয়েছে। গতকালও সোনার দাম অনেকটাই কমেছিল, তবে কি এখনই সোনা কেনার সুযোগ সাধারণ গ্রাহকদের ?</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1718933085382000&amp;usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p>আরও পড়ুন: <a title=”Stock Market: ১০০ কোটির আর্থিক জালিয়াতি, সেবির নিষেধাজ্ঞার পরেই ২০ শতাংশ পতন এই স্টকে- কী করবেন ?” href=”https://bengali.abplive.com/photo-gallery/business/sebi-strict-action-on-mishtann-foods-stock-price-20-percent-down-sell-or-hold-1109436″ target=”_blank” rel=”noopener”>Stock Market: ১০০ কোটির আর্থিক জালিয়াতি, সেবির নিষেধাজ্ঞার পরেই ২০ শতাংশ পতন এই স্টকে- কী করবেন ?</a></p>

Similar Posts