RBI Governor Shaktikanta Das: হঠাৎ অসুস্থ RBI গভর্নর, ভর্তি করতে হল হাসপাতালে, ঠিক কী হয়েছে?
<p><strong>নয়াদিল্লি:</strong> হাসপাতালি ভর্তি হতে হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসকে। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। RBI-এর তরফে জানানো হয়েছে, অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। সেইমতো তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে চিন্তার কিছু নেই বলে জানিয়েছে RBI. কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।</p>
<p>মঙ্গলবার সকালেই আচমকা অসুস্থ হয়ে পড়েন শক্তিকান্ত। RBI-এর মুখপাত্র এ নিয়ে বিবৃতি জারি করেন। তিনি বলেন, “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের অ্যাসিডিটির সমস্যা হয়। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁতে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এখন ঠিক আছেন উনি। আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে। চিন্তার কোনও কারণ নেই।”</p>
<p>সবিস্তার আসছে</p>
<div> </div>
<div id=”jiosaavn-widget”>
<p> </p>
</div>