RBI Repo Rate: রেপো রেটে কোনো বদল নেই, EMI-এর চাপ কমবে কবে ?
<p><strong>Shaktikanta Das: </strong>এই নিয়ে পরপর এগারোবার রেপো রেট একই রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এবারের একাদশতম মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট এবারেও একই থাকছে। কোনও বদল নেই এবারেও। ৬.৫ শতাংশ থাকছে রেপো রেট। আর এই সুদের হারে (Lending Interest Rate) কোনো বদল না আসায় ব্যাঙ্কগুলিতেও ঋণের (RBI Repo Rate) উপর সুদের হার একই থাকবে। এখনই কমবে না ইএমআইয়ের বোঝা। মুদ্রানীতির বৈঠকে ৬ জন সদস্যের মধ্যে ৪:২ মতামতের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত (RBI MPC Meeting) নেওয়া হয়েছে বলে জানান শক্তিকান্ত দাস। বলাই বাহুল্য ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেপো রেটে কোনো বদল করা হয়নি।</p>
<p>সবিস্তারে আসছে…</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1718933085382000&usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p>আরও পড়ুন: <a title=”Gold Stock: সোনা নয়, সোনার গয়না নির্মাতা এই সংস্থার স্টকেই কোটিপতি হতেন, ১০ লাখ বিনিয়োগে মিলত ১.৩০ কোটি !” href=”https://bengali.abplive.com/business/gold-stock-kalyan-jewellers-made-10-lakh-into-1-30-crore-in-4-years-multibagger-return-1109050″ target=”_blank” rel=”noopener”>Gold Stock: সোনা নয়, সোনার গয়না নির্মাতা এই সংস্থার স্টকেই কোটিপতি হতেন, ১০ লাখ বিনিয়োগে মিলত ১.৩০ কোটি !</a></p>