Realme Phones: এই ফোনের প্রি-বুকিং করলেই ক্রেতারা পাবেন প্রচুর টাকার ছাড়, কোন মডেলে থাকছে সুযোগ ?

<p><strong>Realme Phones:</strong> রিয়েলমি জিটি ৭ প্রো ফোন (Realme GT 7 Pro)&nbsp; ভারতে লঞ্চ হবে আগামী ২৬ নভেম্বর। এই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। এই ফোন ছাড়া কিনতে চাইছেন, রিয়েলমি (Realme Phones) সংস্থা তাঁদের জন্য এনেছে দারুণ সুযোগ। প্রি-বুকিং (Pre Booking) করলেই গ্রাহকরা পাবেন একগুচ্ছ সুযোগ সুবিধা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রি-বুকিং হবে অনলাইন এবং অফলাইনে, দুই ক্ষেত্রেই। রিয়েলমির এই ফোন কেনার জন্য প্রি-বুকিং করলে শুধু যে ফোনের দামে ছাড় পাওয়া যাবে তাই নয়, ফোনের স্ক্রিন নষ্ট হলে তার বিমা থাকবে, ইনস্ট্যান্ট ছাড় থাকবে, ওয়ারেন্টির মেয়াদ বাড়বে এবং একাধিক মাধ্যমে পেমেন্ট করার সুবিধা থাকবে ক্রেতাদের জন্য।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>
<p><strong>ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের প্রি-বুকিং অফার দেখে নিন একনজরে&nbsp;</strong></p>
<p>রিয়েলমি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জিটি সিরিজের নতুন ফোন রিয়েলমি জিটি ৭ প্রো মডেলের জন্য অ্যামাজনে প্রি-বুকিং করলে ক্রেতারা ১০০০ টাকা এবং অফলাইনে (নির্দিষ্ট চ্যানেলে) প্রি-বুকিং করলে ২০০০ টাকা ছাড় পাবেন। এই প্রি-বুকিং শুরু হয়েছে ১৮ নভেম্বর বেলা ১২টা থেকে। এর পাশাপাশি রিয়েলমির ওয়েবসাইটে প্রি-বুকিং শুরু হবে লঞ্চের দিন অর্থাৎ ২৬ নভেম্বর দুপুর ১টা থেকে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p>ব্যাঙ্ক অফারে এই ফোন কেনার সময় ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি ১২ থেকে ২৪ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও থাকবে ক্রেতাদের কাছে। এছাড়াও ২৪ মাসে ওয়ারেন্টি, এক বছরের স্ক্রিন ড্যামেজ ইনস্যুরেন্স (৬৫৯৮ টাকা) পাবেন ক্রেতারা। তবে এই সমস্ত অফার পাওয়া যাবে ফোনের প্রি-বুকিং করলে তবেই।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p>রিয়েলমির ওয়েবসাইটের মাধ্যমে যাঁরা রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের জন্য প্রি-বুকিং করবেন তাঁরা পাবেন রিয়েলমি ভিআইপি প্রো প্লাস মেম্বারশিপ, একদম বিনামূল্যে। এছাড়াও ফ্রি শিপিং, আর্লি অ্যাকসেস, কয়েন রিডিম করার সুবিধা ও অন্যান্য অফলাইন অফার। এর পাশাপাশি ৩২৯৯ টাকা দামের রিয়েলমি বাডস এয়ার ৬ কেনার সুযোগ থাকবে মাত্র ২৪৯৯ টাকায়। অতএব রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের জন্য প্রি-বুকিং করলে অনেক সুযোগ সুবিধাই পাবেন ক্রেতারা।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p><a title=”আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে আসছে নজরকাড়া স্মার্টফোন, গ্রাহকদের জন্য চমক সংস্থার&nbsp;” href=”https://bengali.abplive.com/technology/smartphones-under-rs-10000-tecno-pop-9-4g-india-launch-date-set-for-november-22-check-features-and-specifications-1106190″ target=”_blank” rel=”noopener”>আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে আসছে নজরকাড়া স্মার্টফোন, গ্রাহকদের জন্য চমক সংস্থার&nbsp;</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1718933085382000&amp;usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>

Similar Posts