Realme Phones: কার্ভ ডিসপ্লের ফোনে ভিডিও দেখার বেশি সুবিধা, ইউজারদের জন্য সস্তায় কার্ভ-ফোন আনছে রিয়েলমি
<p><strong>Realme Phones:</strong> আজকাল অনেক সংস্থাই লঞ্চ করছে কার্ভ ডিসপ্লে (Curve Display Phone) যুক্ত ফোন। এক্ষেত্রে স্মার্টফোনের (Smartphone Display) ডিসপ্লের সাইডের অংশগুলি সামান্য বাঁকানো থাকে। আর ডিসপ্লের চারটি কোণের অংশ একটু গোলাকার ধরনের হয়। ইউজারদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে কার্ভ ডিসপ্লে যুক্ত ফোনের। অনেকের মতে এইসব ফোনে ভিডিও দেখাতে বেশি সুবিধা হয়, ভাল লাগে। ইতিমধ্যেই ভারতে অনেক সংস্থা তাদের কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন লঞ্চ করেছে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে রিয়েলমি সংস্থার নাম। রিয়েলমি নারজো ৭০ সিরিজের একটি কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন ভারতে লঞ্চ হবে বছরের শেষভাগে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষদিকে। রিয়েলমি নারজো ৭০ কার্ভ লঞ্চ হতে চলেছে দেশে। রিয়েলমি নারজো ৭০ সিরিজের পঞ্চম মডেল হিসেবে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর আগে রিয়েলমি নারজো ৭০ সিরিজের যে সমস্ত ফোন ভারতে লঞ্চ হয়েছে সেগুলির মধ্যে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। নতুন কার্ভ ডিসপ্লে যুক্ত মডেলে কোন প্রসেসর থাকবে তা এখনও জানা যায়নি। তবে অনুমান, হয়তো মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসরই থাকবে। </p>
<p><strong>ভারতে রিয়েলমি নারজো ৭০ কার্ভ ফোনের দাম কত হতে পারে তারও একটা আভাস পাওয়া গিয়েছে </strong></p>
<p>শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে হবে। তবে নির্দিষ্ট দাম এখনও প্রকাশ করেনি রিয়েলমি সংস্থা। এর আগে রিয়েলমি সংস্থা তাদের নারজো ৭০ সিরিজের যে ফোনগুলি লঞ্চ করেছে সেগুলি হল রিয়েলমি নারজো ৭০, রিয়েলমি নারজো ৭০ প্রো, রিয়েলমি নারজো ৭০এক্স এবং রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি। অনুমান, রিয়েলমি নারজো ৭০ কার্ভ ফোনের ডিজাইন এবং ফিচারের সঙ্গে আগের চারটি ফোনের অনেক মিল থাকবে। </p>
<p><strong>নভেম্বর মাসেই সস্তায় একটি ৫জি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি সংস্থা </strong></p>
<p>ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ৫জি ফোন। বাজার ধরতে মরিয়া বিভিন্ন ফোন কোম্পানি। আর সেই সময়েই শাওমি ইন্ডিয়া তাদের সাব-ব্র্যান্ড রেডমির নতুন ৫জি ফোনের লঞ্চের কথা ঘোষণা করেছে। রেডমি এ৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১০ হাজার টাকার কম হবে। বিভিন্ন সূত্রে এও শোনা যাচ্ছে যে রেডমি এ৪ ৫জি ফোনের দাম ৮০০০ টাকার আশপাশে কিংবা তার থেকে কমও হতে পারে। যদিও এই ফোনের নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। আগামী ২০ নভেম্বর রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। </p>
<p><a title=”আরও পড়ুন- ভাল ছবি তোলা যাবে এমন ফোন কিনতে চান? ভিভো ভারতে আনছে নতুন ৫জি মডেল, দেখে নিন সম্ভাব্য ফিচার ” href=”https://bengali.abplive.com/technology/vivo-y300-5g-india-launch-date-confirmed-check-expected-features-1105484″ target=”_blank” rel=”noopener”>আরও পড়ুন- ভাল ছবি তোলা যাবে এমন ফোন কিনতে চান? ভিভো ভারতে আনছে নতুন ৫জি মডেল, দেখে নিন সম্ভাব্য ফিচার </a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1718933085382000&usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>