Redmi Phones: বছর শেষে দেশে আসছে নয়া স্মার্টফোন সিরিজ, একসঙ্গে লঞ্চ হতে পারে তিনটি ফোন
<p><strong>Redmi Phones:</strong> চিনে আগেই লঞ্চ হয়েছে রেডমি নোট ১৪ সিরিজ (Redmi Note 14 Series)। এবার আসছে ভারতে। বেস মডেল ছাড়াও থাকবে প্রো এবং প্রো প্লাস ভ্যারিয়েন্ট, এমনটাই অনুমান করা হচ্ছে। রেডমি নোট ১৩ সিরিজের (Redmi Note 14 Series) সাকসেসর হিসেবে রেডমি নোট ১৪ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি শাওমি ইন্ডিয়ার (Xiaomi India) তরফে ভারতে এই স্মার্টফোন সিরিজের লঞ্চ ঘোষণা করা হয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অনুমান, রেডমি নোট ১৪ সিরিজ হয়তো এবছর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে। এক্স মাধ্যমে শাওমি ইন্ডিয়ার তরফে একটি ফোন লঞ্চের তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। যে ছবি টিজারে দেখা গিয়েছে তার নাম প্রকাশ করেনি শাওমি কর্তৃপক্ষ। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অনুমান যে ভারতে রেডমি নোট ১৪ সিরিজই লঞ্চ হতে চলেছে। </p>
<p>চিনে রেডমি নোট ১৪ সিরিজ লঞ্চ হয়েছে বেস মডেল রেডমি নোট ১৪, রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস- এই তিনটি ভ্যারিয়েন্ট নিয়ে। অনুমান, ভারতেও রেডমি নোট ১৪ সিরিজের এই তিনটি ফোনই লঞ্চ হবে। এর পাশাপাশি মনে করা হচ্ছে, চিনে এই ফোনগুলি যে ডিজাইন এবং ফিচার নিয়ে লঞ্চ হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টগুলির ক্ষেত্রেও তাই দেখা যাবে। </p>
<p><strong>ভারতে আসছে রেডমি এ৪ ৫জি ফোন </strong></p>
<p>ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি এ৪ ৫জি ফোন। এটি একটি এন্ট্রি-লেভেল ৫জি ফোন। এই ৫জি ফোনের দাম ১০ হাজার টাকার কম হতে চলেছে বলে শোনা গিয়েছে। কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪এস জেন২ চিপসেট থাকবে এই ফোনে। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। অনুমান, এই ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা হতে পারে। এর সঙ্গে ক্রেতারা কিছুটা ছাড় পাবেন বলে অনুমান। আর তার জেরেই সম্ভবত রেডমি এ৪ ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ৮০০০ টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। আজ ২০ নভেম্বর রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর ফোন নির্মাণকারী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে রেডমি এ৪ ৫জি ফোন। </p>
<p><a title=”আরও পড়ুন- এই ফোনের প্রি-বুকিং করলেই ক্রেতারা পাবেন প্রচুর টাকার ছাড়, কোন মডেলে থাকছে সুযোগ ? ” href=”https://bengali.abplive.com/technology/realme-gt-7-pro-pre-booking-begins-ahead-of-india-launch-check-the-benefits-you-get-1106204″ target=”_blank” rel=”noopener”>আরও পড়ুন- এই ফোনের প্রি-বুকিং করলেই ক্রেতারা পাবেন প্রচুর টাকার ছাড়, কোন মডেলে থাকছে সুযোগ ? </a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1718933085382000&usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>