Stock Market: ফের দৌড় শুরু শেয়ার বাজারে, সকালেই ৪ লক্ষ কোটির মুনাফা বিনিয়োগকারীদের- কোন কোন স্টকে নজর ?
<p><strong>Sensex Today: </strong>মঙ্গলবার সকালে বাজার খুলতেই দৌড় শুরু সেনসেক্স ও নিফটি সূচকে। গত এক সপ্তাহের টানা পতনের পর আবার সবুজে ফিরল বাজার। এক লাফে ৮০০ অঙ্ক পেরোল সেনসেক্স। বৈশ্বিক বাজারের ইতিবাচক সঙ্কেতের (Stock Market Opening) মধ্যে দেশীয় বিনিয়োগকারীরাও ব্যাপক কেনাকাটা করতে শুরু করেছেন বাজারে, আইটি এনার্জি এবং ব্যাঙ্কিং সেক্টরে (Stock Market) তাই ব্যাপক কেনাকাটির দরুণ আজ সেনসেক্স সকালেই ৭৮ হাজার পেরিয়ে যায়। সেনসেক্স (Sensex Today) সূচক আজ ৮০০ পয়েন্ট বেড়ে গিয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি বেড়েছে ২২৭ পয়েন্ট। ফলে সকাল থেকেই তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে।</p>
<p><strong>কোন কোন স্টকে আজ দাম বাড়ছে ?</strong></p>
<p>আজকের বাজারের শুরুতেই সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৬টি স্টকেই গতি দেখা যাচ্ছে। মাত্র ৪টি স্টকেই কেবল পতন এসেছে। আজকের বাজারে টাটা মোটরস ২.১৮ শতাংশ, এনটিপিসি ২.১৭ শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ১.৬১ শতাংশ, আদানি পোর্টসের শেয়ার ১.৫৫ শতাংশ, ইনফোসিসের শেয়ার ১.৪৭ শতাংশ এবং টিসিএস ১.০১ শতাংশ বেড়েছে। অন্যদিকে আল্ট্রাটেক সিমেন্ট, টেক মহিন্দ্রা, পাওয়ার গ্রিডের শেয়ারের দামও যথাক্রমে ০.৮৯ শতাংশ, ০.৭৯ শতাংশ, ০.৭৫ শতাংশ বেড়েছে আজ সকালেই।</p>
<p><strong>কোন কোন স্টকে পতন</strong></p>
<p>মাত্র ৪টি স্টকেই এসেছে পতন আজ। এর মধ্যে রয়েছে কোটা মহিন্দ্রা ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, সান ফার্মা, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার রয়েছে। নিফটি ৫০-এর ৫০টি শেয়ারের মধ্যেও মাত্র ৪টি শেয়ারেই আজ পতন এসেছে।</p>
<p><strong>৪ লক্ষ কোটির কাছাকাছি মুনাফা বিনিয়োগকারীদের</strong></p>
<p>আজ সকালের শুরুতেই তেজিভাব এসে যায় ভারতের বাজারে। আর সেই কারণে বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪২৯.০৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয় ৪৩২.৯৬ লক্ষ কোটি। অর্থাৎ আজ সকালেই বিনিয়োগকারীদের প্রায় ৪ লক্ষ টাকা মুনাফা হয়েছে। </p>
<p><strong>কোন সেক্টরে কী হাল</strong></p>
<p>আজকের বাজারে আইটি, ব্যাঙ্কিং, অটো ফার্মা, এফএমসিজি, মেটাল, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, হেলথকেয়ার, অয়েল অ্যান্ড গ্যাস ইত্যাদি সেক্টরে আজ ব্যাপক গতি দেখা যাচ্ছে।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। <span class=”skimlinks-unlinked”>ABPLive.com</span> কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1730890131920000&usg=AOvVaw0JgMq1lanr8qAEos6eeaBA”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong> </p>
<p>আরও পড়ুন: <a title=”Credit Card: ক্রেডিট কার্ড বিলের Minimum Due দেওয়া কতটা সঠিক ? অবশিষ্ট পরিমাণের উপর কত সুদ ধার্য হয়?” href=”https://bengali.abplive.com/business/personal-finance/credit-card-bill-payment-is-minimum-due-payment-okay-know-other-interest-on-due-amounts-1106222″ target=”_blank” rel=”noopener”>Credit Card: ক্রেডিট কার্ড বিলের Minimum Due দেওয়া কতটা সঠিক ? অবশিষ্ট পরিমাণের উপর কত সুদ ধার্য হয়?</a></p>