Stock Trading: ৫০ লক্ষ কোটি খুইয়েছেন ভারতীয়রা, স্টক ট্রেডিংয়ের সময় এই ৫ ভুলেই নিঃস্ব হতে পারেন

<p><strong>Share Market: </strong>&nbsp;&nbsp;শেয়ার বাজারে ক্রমাগত বহু ভারতীয় টাকা খোয়াচ্ছেন। মাত্র ৭ সপ্তাহের মধ্যে ভারতীয়রা মোট ৫০ লক্ষ কোটি (Stock Market Trading) টাকা হারিয়েছেন বাজারে। নিফটি এবং সেনসেক্স গতকাল পর্যন্ত সর্বকালীন উচ্চতা থেকে ১০ শতাংশ ভেঙেছিল। আর এই পতনের পরিবেশে ট্রেডিং (Share Market) করলে সাবধানতা অবলম্বন করা উচিত। এমন কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে যার মাধ্যমে আপনার টাকা না খোয়া যায়।</p>
<p><strong>বিনিয়োগের আগে বুঝতে হবে এই বিষয়</strong></p>
<p>শেয়ার বাজার কীভাবে কাজ করে, ট্রেডিংয়ের জন্য টেকনিক্যাল অ্যানালিসিসের পাঠ থাকা জরুরি। কোথায়, কীভাবে বিনিয়োগ করা দরকার তা জানা দরকার। ইন্ডাস্ট্রি এবং শেয়ার বাজার সংক্রান্ত সমস্ত ধরনের খবরে নজর রাখতে হবে আপনাকে। কোন শেয়ার কিনতে হবে তা জানলেই চলবে না, কোন শেয়ার ঠিক কখন কিনতে হবে এবং কখন বেচতে হবে তা জানাটা জরুরি।</p>
<p><strong>অসতর্ক হওয়া যাবে না</strong></p>
<p>স্টক মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় ক্ষেত্রের জন্যই মনোনিবেশ করতে হবে এবং আলাদা আলাদাভাবে স্টক কিনতে হবে বা বাছতে হবে। এরপরে সেই সংস্থাগুলির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেওয়াটাও জরুরি। নিজে অপারগ হলে বাজার বিশেষজ্ঞের সঙ্গেও আপনি কথা বলতে পারেন। কোনো স্টকের ফান্ডামেন্টাল দেখার জন্য আপনি অনলাইনে ব্যবহার করতে পারেন screener.in, nseguide.com, equitymaster.com ইত্যাদি ওয়েবসাইটগুলি।</p>
<p><strong>পোর্টফোলিও ডাইভার্সিফাই থাকা দরকার</strong></p>
<p>শেয়ার বাজারের নীতি হল এক ঝুড়িতে সমস্ত ডিম রাখা যাবে না। অর্থাৎ আপনার শেয়ারের পোর্টফোলিওতে যেন সঠিক ডাইভার্সিফিকেশন থাকে। এক্ষেত্রে অনেকাংশে ক্ষতির মাত্রা কমাতে পারবেন আপনি। বহুবিধ খাতে বিনিয়োগ থাকা দরকার। এমনকী এই কাজ করলে আপনার ঝুঁকিও অনেকটাই কমে যায়। কোনো একটি বা কিছু শেয়ারের দাম কমলে অন্য কোনো শেয়ারের উত্থানে মুনাফা এসে যাবে।</p>
<p><strong>দীর্ঘমেয়াদী বিনিয়োগে জোর</strong></p>
<p>স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ক্ষতির সম্ভাবনা থেকে যায়। আর এতে অনেক বেশি ঝুঁকিও থাকে। তাই স্বল্পমেয়াদী বিনিয়োগের বদলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর দিতে হবে। এতে বাজারের ওঠানামা সেভাবে প্রভাব ফেলবে না এবং এতে ভাল রিটার্নের সম্ভাবনাও রয়েছে।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।&nbsp;<span class=”skimlinks-unlinked”>ABPLive.com</span>&nbsp;কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p>আরও পড়ুন: <a title=”PF Account: নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন ? প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা যাবে ?” href=”https://bengali.abplive.com/business/pf-account-advance-withdrawal-rule-for-buying-a-house-or-flat-know-details-1106333″ target=”_blank” rel=”noopener”>PF Account: নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনবেন ? প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা যাবে ?</a></p>

Similar Posts