Stocks to Watch: সোমবার থেকেই মুনাফা দিতে পারে এই ৩ স্টক, কী সুযোগ বিনিয়োগকারীদের ?
<p><strong>Stock Market: </strong>আগামীকাল থেকে আবার বাজার খুলবে। আর সোমবার ৯ ডিসেম্বর এই তিন সংস্থার স্টকে নজর রাখতে হবে বিনিয়োগকারীদের। এর মধ্যে রয়েছে কায়জার ইন্ডিয়া, শ্রদ্ধা এআই টেকনোলজি, অচ্যুত হেলথকেয়ার। এই তিন স্টকেই (Stocks to Watch) কোনোটিতে ডিভিডেন্ড ঘোষণা হবে, কোনোটিতে স্টক স্প্লিট হবে কিংবা কোনোটিতে বোনাস শেয়ার ইস্যু করবে সংস্থা। এই সমস্ত সুযোগের এক্স ডেট সামনেই, বিনিয়োগকারীরা (Stock Market) এই সুযোগ ব্যবহার করতে চাইলে এই নির্দিষ্ট দিনের মধ্যেই তা করতে হবে। কী কী সুযোগ পাবেন ?</p>
<p><strong>Quasar India Stock</strong></p>
<p>কুয়াসার ইন্ডিয়া সংস্থা তাদের রাইটস ইস্যু করেছে সম্প্রতি। এই রাইটসের অধীনে এই সংস্থার শেয়ারহোল্ডাররা একটি শেয়ারের বদলে মোট ৮টি অতিরিক্ত শেয়ার পাবেন।</p>
<p>রাইটস ইস্যুর দাম: প্রতি শেয়ারে ১.১৪ টাকা</p>
<p>রেকর্ড ডেট: ১১ ডিসেম্বর</p>
<p>স্টকের গতি: ৬ ডিসেম্বর এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে কুয়াসার ইন্ডিয়ার স্টকের দাম ১.৮৪ শতাংশ বেড়ে ৩.৮৮ টাকায় বন্ধ হয়েছে।</p>
<p>৫২ সপ্তাহের স্তর: এই শেয়ারে ৫২ সপ্তাহের সবথেকে নিম্নতম স্তর রয়েছে ১.১১ টাকায়। এই বছরের ৭ জুন তারিখে এই স্তরে নেমে এসেছিল এই স্টক।</p>
<p><strong>Shradha AI Technologies</strong></p>
<p>শ্রদ্ধা এআই টেকনোলজিসের ক্ষেত্রে স্টক স্প্লিটের ঘোষণা করেছে সংস্থা। ৫ টাকা ফেসভ্যালুর শেয়ার এখন থেকে ২ টাকা ফেসভ্যালুর অনেকগুলি শেয়ারে বিভাজিত হবে।</p>
<p>রেকর্ড ডেট: ১১ ডিসেম্বর ২০২৪</p>
<p>স্টকের গতি: ৬ ডিসেম্বর এই স্টকের দাম ১০ শতাংশ বেড়ে ১১৯.৭০ টাকায় বন্ধ হয়েছে।</p>
<p>৫২ সপ্তাহের স্তর: ৬ জুন ২০২৪ তারিখে এই স্টকের দাম ৪৬.২০ টাকার সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল।</p>
<p><strong>Achyut Healthcare</strong></p>
<p>অচ্যুত হেলথকেয়ারের স্টকে বড় খবর রয়েছে। এই স্টকে একইসঙ্গে বোনাস শেয়ার এবং স্টক স্প্লিটের ঘোষণা করা হয়েছে।</p>
<p>স্টক স্প্লিট: এই সংস্থার ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ার এবার থেকে ১ টাকা ফেসভ্যালুর ১০টি শেয়ারে ভাগ হয়ে যাবে।</p>
<p>বোনাস ইস্যু: এই সংস্থা ১০টি শেয়ারের জন্য ৪টি অতিরিক্ত শেয়ার দেবে বলে জানিয়েছে।</p>
<p>এক্স ডেট: আগামী ১০ ডিসেম্বর রয়েছে এই স্টকের এক্স ডেট।</p>
<p>স্টকের গতি: গত শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে এই স্টকের দাম ১.৪৩ শতাংশ পড়ে বন্ধ হয়েছে ৭৮.০৪ টাকায়।</p>
<p>৫২ সপ্তাহের গতি: এই স্টকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৪০.২৩ টাকা এবং সর্বোচ্চ স্তর ৮৬.৩৯ টাকা রয়েছে।</p>
<p><strong>( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। <span class=”skimlinks-unlinked”>ABPLive.com</span> কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)</strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title=”Fixed Deposit: ব্যাঙ্ক এফডির থেকে কর্পোরেট এফডিতে বেশি সুদ, বেশি সুবিধে ? জানুন ৫ জরুরি বিষয়” href=”https://bengali.abplive.com/business/corporate-fd-vs-bank-fd-gains-interest-rates-risk-factor-comparison-1109298″ target=”_blank” rel=”noopener”>Fixed Deposit: ব্যাঙ্ক এফডির থেকে কর্পোরেট এফডিতে বেশি সুদ, বেশি সুবিধে ? জানুন ৫ জরুরি বিষয়</a></strong></p>