Viral Video: অ্যাম্বুলেন্সকে পথ না দেওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা, কী শাস্তি হতে পারে !

<p><strong>Kerela Ambulance Viral Video:</strong> কেরালার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্রমশ ভাইরাল (Viral Video) হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটানা সাইরেন ও হর্ন বাজিয়েও অ্যাম্বুলেন্সকে (<strong>Ambulance Viral Video)</strong> &nbsp;পথ দিচ্ছেন না গাড়িচালক। এই অমানবিক আচরণের জন্য গাড়ির মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।&nbsp;</p>
<p><strong>কবে ঘটেছে এই ঘটনা</strong><br />এ ছাড়াও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি কেরালার ত্রিশুরের বলা হচ্ছে। তবে ঘটনাটি ৭ নভেম্বরের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অ্যাম্বুলেন্স চালক। ড্যাশক্যাম ফুটেজে, অ্যাম্বুলেন্সটিকে দুই লেনের রাস্তায় 2 মিনিটেরও বেশি সময় ধরে একটি সিলভার মারুতি সুজুকি সিয়াজ গাড়ির পিছনে যেতে দেখা যায়। যদিও হর্ন বাজালেও গাড়ির চালক অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। এ সময় অ্যাম্বুলেন্সের হর্ন ও সাইরেন অনবরত বাজলেও গাড়ির চালক তা কানে নেননি।</p>
<p><strong>গাড়ির মালিকের বিরুদ্ধে অনেক অভিযোগ…</strong><br />এখন কর্মকর্তারা গাড়ির চালককে তার নম্বর প্লেট থেকে সনাক্ত করেছেন। একই সময়ে গাড়ির মালিকের বিরুদ্ধে অ্যাম্বুলেন্সের পথ আটকানো, মোটর ভেহিক্যাল আইনের কাজে বাধা দেওয়া এবং দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকার অভিযোগ রয়েছে।</p>
<p><strong>অ্যাম্বুলেন্সকে পথ না দেওয়ার বিষয়ে আইন কী বলে ?</strong><br />মোটর যান আইনের 196E ধারা অনুসারে, অ্যাম্বুলেন্সকে পথ না দিলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। সেই ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে গাড়ির মালিকের।</p>
<p>[tw]https://x.com/TheKeralaPolice/status/1858688739524178301[/tw]</p>
<p>মনে রাখবেন, ভারতের মতো দেশে ছোট রাস্তায় অ্যাম্বুলেন্স অনেক সময় গাড়ির ভিড়ে আটকে যায়। সামনে ভিড় থাকায় অনেকেই অ্য়াম্বুলেন্সকে ইচ্ছে থাকলেও জায়গা করে দিতে পারেন না। যদিও এই ক্ষেত্রে গাড়ির চালক ইচ্ছে করে &nbsp;অ্যাম্বুলেন্সকে জায়গা দেয়নি। সেই কারণেই এই বড় জরিমানা ছাড়াও চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। ইতিমধ্য়েই এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। যেখানে সবাই বলেছে, ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি পাওয়া উচিত।</p>
<p><strong>আরও পড়ুন :&nbsp;<a title=”Multibagger Stock: ১ লাখ টাকা হয়েছে ২১ লক্ষ, এই মাল্টিব্যাগার স্টকের নাম জানেন ? ” href=”https://bengali.abplive.com/business/multibagger-stock-genesys-international-turns-1-lakh-into-21-lakh-in-just-4-years-1107743″ target=”_self”>Multibagger Stock: ১ লাখ টাকা হয়েছে ২১ লক্ষ, এই মাল্টিব্যাগার স্টকের নাম জানেন ? </a></strong></p>

Similar Posts