Vivo Phones: ভাল ছবি তোলা যাবে এমন ফোন কিনতে চান? ভিভো ভারতে আনছে নতুন ৫জি মডেল, দেখে নিন সম্ভাব্য ফিচার

<p><strong>Vivo Phones:</strong> ভিভো সংস্থা তাদের নতুন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে চলতি মাসেই। নভেম্বর ভারতে আসছে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) নতুন ফোন। ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন (Vivo Y300 5G) দেশে লঞ্চ হবে আগামী ২১ নভেম্বর। ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে এই ফোন। যে টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন অন্তত তিনটি রঙে দেশে লঞ্চ হতে চলেছে। ভিভো সংস্থার সোশ্যাল মিডিয়া সাইট এবং ওয়েবসাইটের একটি আলাদা পেজে প্রকাশিত হয়েছে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনের প্রথম লুক। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে এই ফোনে। গতবছর লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই২০০ ফোন। এবার তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন। শোনা যাচ্ছে, এবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া ভিভো ভি৪০ লাইট ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে পারে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন। কালো, সবুজ এবং রুপোলি- এই তিন রঙে ভিভো- র নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।&nbsp;</p>
<p><a title=”আরও পড়ুন- চিনে লঞ্চ হওয়া ফোন ভারতে লঞ্চের সময় কতটা ফারাক থাকে? কী কী পার্থক্য পাবেন আইকিউওও ১৩ ফোনে?&nbsp;” href=”https://bengali.abplive.com/technology/iqoo-13-phone-launched-in-india-on-3-december-what-are-the-differences-between-china-model-and-indian-variant-1105431″ target=”_blank” rel=”noopener”>আরও পড়ুন- চিনে লঞ্চ হওয়া ফোন ভারতে লঞ্চের সময় কতটা ফারাক থাকে? কী কী পার্থক্য পাবেন আইকিউওও ১৩ ফোনে?&nbsp;</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title=”যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।” href=”https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/” target=”_blank” rel=”nofollow noopener” data-saferedirecturl=”https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1718933085382000&amp;usg=AOvVaw02PtiPmqMedbZnFArozaEQ”>যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p>&nbsp;</p>

Similar Posts