Cornflakes Business: সরকারি সাহায্যে শুরু করুন কর্নফ্লেকসের ব্যবসা
গত কয়েক বছর গোটা পৃথিবী জুড়ে আর্থিক দুরাবস্থা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারের সংখ্যা । এই অবস্থায় সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা মাত্রা বাড়ছে হু হু করে । তার ওপর মনের মতো চাকরি হচ্ছে কোথায় । কিন্তু তাই বলে কি পেট শুনবে ? কিছু একটা করতে করতেই হবে । তাই চুপচাপ বসে না থেকে নিজের যদি ছোটোখাটো একটা ব্যবসা হয় তা হলে বেশ ভালোই হয় । কিন্তু কি ব্যবসা করা যায় ? পুজিই বা কে দেবে ? এসব হাজারো বিপত্তি ।
তবে চিন্তার কোনও কারণ নেই । আগামীর বার্তাই দেবে সঠিক দিশা , কম পুঁজিতে বেশি টাকা উপার্জনের নিত্যনতুন আইডিয়া । আজও তাই । তাহলে নতুন ব্যবসা শুরু করার আগে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে।
গৃহস্থ বাড়িতে নিত্যদিনের খাবারের তালিকায় ইতিমধ্যেই বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছে ভুট্টা – চাল অথবা গমের তৈরি কর্ণফ্লেক্স । কেউ যেমন সকালে ব্রেক ফাস্ট সারেন আবার কেউ সন্ধ্যার অথবা রাতের খাবারের মেনুতে বাটি ভরতি কর্ণ ফ্লেক্স নেন দুধের সঙ্গে । আর বাড়ির বাচ্চাদের টিফিন বলতে ম্যাগি চাউমিনের পাশাপাশি দুধের সঙ্গে কর্ণ ফ্লেক্স কম যায় না । তাই বাজার নিয়ে চিন্তার কোনও কারণ নেই । চাহিদা অনুযায়ী যোগান দিতে পারলেই আপনার ব্যবসা চলবে গম গম করে । এই ব্যবসা করে আপনি সহজেই প্রতিদিন গড়ে ৪০০০-৫০০০ টাকা আয় করতে পারেন ।
কর্ণফ্লেক্স ব্যবসা (Cornflakes Business) শুরু করতে কি প্রয়োজন ?
এই ব্যবসা করতে আপনাকে ছোটোখাটো একটি গুদাম ঘর নিতে হবে । সেতি আপনার নিজের বাড়িতে অথবা জায়গা ভাড়া নেওয়া যেতে পারে । তার সঙ্গে লাগবে ভুট্টা – চাল এবং গম থেকে কর্ণ ফ্লেক্স তৈরির মেশিন । মাল তৈরি করার পর তা গুদামজাত করে রাখতে হবে । বাজারের চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে হবে । তবে একটা কথা মনে রাখা প্রয়োজন , যেখানে ভুট্টা চাষ হয় তার আশে পাশে আপনার কারখানা হলে প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন খরচ বেশ কম হবে । এর পাশাপাশি ব্যবসা শুরু করার আগে স্থানীয় পঞ্চায়েত অথবা পুরসভা থেকে ব্যবসায়িক অনুমতি পত্র যেমন নিতে হবে তেমনি ফুড লাইসেন্স পাশাপাশি জি এস টি নম্বর সংগ্রহ করতে হবে ।
এই ব্যবসায় লাভ কেমন (Profit margin)?
এক কেজি কর্ন ফ্লেক্স তৈরি করতে খরচ পড়বে ৩০ টাকা। তবে এটির বাজার মুল্য ৭০ টাকা প্রতি কেজি । তাহলে অংকটা বেশ সহজ । প্রতি কেজিতে লাভের পরিমাণ ৩০ থেকে ৪০ টাকা । এবার যদি আপনি প্রতিদিন ১০০ কেজি কর্ণ ফ্লেক্স তৈরি করেন তাহলে আপনার দৈনিক ইনকাম হতে পারে ৩০০০ থেকে ৪০০০ টাকা । এভাবে প্রতিদিনের ইনকাম যোগ করলে এক মাস অর্থাৎ ৩০ দিন পর সেই ইনকাম কোথায় যাবে সেটা বুঝতেই পারছেন । তাহলে আর দেরি না করে যদি ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাহলে এখনই শুরু করুন কর্ণ ফ্লেক্সের ব্যবসা । যা আপনাকে নিশ্চিত সাফল্য এনে দিতে পারেন পুরোদস্তুর ।
সরকারি সাহায্য কিভাবে পাবেন (Mudra govt yojana)?
সরকারি ভাবে চালু হওয়া মুদ্রা যোজনা সম্পর্কে জানেন কি ? এই প্রকল্পের আওতায় আপনি যে কোনও স্টার্ট আপ বা উদ্যগের ক্ষেত্রে সহজেই কারবারের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন । মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে মোদী সরকারের মুদ্রা ঋণ প্রকল্পে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন । তাহলে আর দেরি না করে সরকারি সাহায্যে এখনই শুরু করুন কর্ণ ফ্লেক্স -র ব্যবসা যা আপনার ভবিষ্যৎ জীবন কে স্বার্থক করবে নিশ্চিত।
One Comment
Comments are closed.