Fixed Deposit, Share Market নাকি Mutual Fund: কোথায় ঝুঁকি কম লাভ বেশি?
আমরা যদি আমাদের টাকা বিনিয়োগ না করি তাহলে আমরা আমাদের টাকার মূল্য দিন দিন কমিয়ে ফেলব। কারণ বর্তমান সময়ে মূল্যবৃদ্ধির হার বা মুদ্রাস্ফীতির হার ৬ থেকে ৭% এর কাছে হয়ে গেছে। তাই আজকে যে জিনিসটার দাম ১০০ টাকা সেই জিনিসটার দাম এক বছর পর হয়ে যাবে ১০৬ থেকে ১০৭ টাকা। কিন্তু আমরা যদি আমাদের টাকা বিনিয়োগ না করি তাহলে আমাদের টাকা কিন্তু ১০০ টাকাটার দাম ১০০ টাকাই থেকে যাবে। তাই আমাদেরকে ১০৬ টাকার জিনিসটা কিনতে গেলে আরও ৬ টাকা পকেট থেকে বের করতে হবে। কিন্তু আমরা যদি আমাদের টাকা কোথাও বিনিয়োগ করি ফিক্স ডিপোজিট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা সোনা, যে কোন মাধ্যমেই হোক তাহলে আমরা আমাদের টাকা থেকে কিছুটা টাকা লাভ করতে পারব।
Table of Contents
এবার প্রশ্ন হচ্ছে আমরা বিনিয়োগ কোথায় করবো?
আমাদের কাছে তো অনেক রাস্তা রয়েছে বিনিয়োগের ফিক্সড ডিপোজিট, শেয়ার বাজার/ মার্কেট, মিউচুয়াল ফান্ড, সোনা।মানুষের বয়স অনুযায়ী বা কোন মানুষের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী বিনিয়োগের মাধ্যম যেকোনো জায়গায় হতে পারে।এবং প্রত্যেকটা মানুষের বিনিয়োগের চাহিদাও আলাদা আলাদা হয়। আমি আপনাদের এটা বলবার চেষ্টা করব কোন ধরনের মানুষের কোথায় বিনিয়োগ করলে ভালো হবে।
এফডি বা ফিক্সড ডিপোজিট (Fixed deposit/FD)
ফিক্সড ডিপোজিট, এফডি নামেও পরিচিত একটি জনপ্রিয়ব্যাংক দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় বিনিয়োগের জন্য উপযুক্ত বিনিয়োগ বিকল্প। FD সুদের হার ভারত সরকার দ্বারা পূর্ব-নির্ধারিত হওয়ায় FD রিটার্ন স্থির করা হয়। ফিক্সড ডিপোজিটে যে সুদের হার স্থির করা হচ্ছে, মুদ্রাস্ফীতির কোনো প্রভাব নেই এই বিনিয়োগের উপর।
ফিক্সড ডিপোজিট আপনাকে বছরে ৭%মতো রিটার্ন দেবে। আপনি যদি সাবধানী হন, বা বয়স্ক হন, অথবা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য টাকা জমাচ্ছেন তাহলে বলবো FD ভালো আপনার জন্য। বেশি রিস্ক নেবেন না।
স্টক বা শেয়ার বাজার
যেমন আগের প্রতিবেদনে লিখেছিলাম, আপনার যদি বয়স কম হয়, আর কিছু টাকা পকেটে থাকে যা এই মুহূর্তে তেমন দরকার পড়বে না, বা আপনি যদি কোনো জব করে থাকেন, তাহলে মাসিক আয়ের ১০% মতো আপনার স্টকে নিবেশ করা উচিত। তাই বলে যেমন তেমন স্টক (যেমন ভোডাফোন, আদানির কোনো কোম্পানি) কিনে ফাঁসবেন না। মনে রাখবেন যে কোম্পানির স্টকের দাম খুবই কম, (বাজার প্রচলিত শব্দ হলো পেনি স্টক), সেগুলি কেনা মানে আগুন নিয়ে খেলা। টাকা বাড়তেও পারে , কিন্তু কমার সম্ভাবনাই বেশি। তাই এসব না কিনে ভালো স্টক কিনুন। আমি স্টকের নাম বলবো না। কিন্তু NIFTY 50 এর মধ্যে প্রথম ১০-১৫ টা স্টকের মধ্যে থেকে নিজে বেছে কিনলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন।
ঠিকঠাক ভালো রিসার্চ করে স্টক কিনলে বছরে ১৫% এর ওপর রিটার্ন পেতেই পারেন। যেহেতু স্টক মার্কেট চক্রবৃদ্ধি সুদের নিয়মে চলে তাই ৫ বছরে ২০০% রিটার্ন আসা উচিত।
মিউচুয়াল ফান্ড
মিউচুয়াল ফান্ড হলো মাঝামাঝি রিস্কের ইনভেস্টমেন্ট। এখানে আপনার থেকে টাকা নিয়ে ফান্ড ম্যানেজার যিনি আছেন তিনিই বিনিয়োগ করে দেবেন। এবার তিনি কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনি কোন মিউচুয়াল ফান্ড কিনেছেন তার ওপর নির্ভর করবে। তবে মূলত ভালো রিটার্ন পাওয়ার জন্য সবাই ইকুইটি মিউচুয়াল ফাউন্ডেই বিনিয়োগ করেন। অনেক পড়াশোনা করা দক্ষ ম্যানেজার নিজে রিসার্চ করে ভালো স্টকে আপনার টাকা বিনিয়োগ করে দেবেন। এতে আপনার ঝুঁকি কমে যাবে। রিটার্নও মন্দ পাবেন না। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে বছরে ১০-১২% চক্রবৃদ্ধি হয়ে আপনার টাকা পাঁচ বছরে দ্বিগুন হতে পারে।
সোজা কোথায়, ধরুন আপনি গাড়ি কিনেছেন। যদি নিজেই চালান, তাহলে খরচ কম, কিন্তু ঝুঁকি বেশি। আর যদি ড্রাইভার রাখেন তাহলে খরচ হবে কিন্তু ঝুঁকি কম।
নিজে স্টক কেনা নিজে গাড়ি চালানোর মতো, আর মিউচুয়াল ফান্ড হলো ড্রাইভার রেখে গাড়িতে চড়া।
SIP কী?
SIP কথার মানে হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। SIP করে রাখলে মাসের নির্দিষ্ট তারিখে আপনার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেবে আর মিউচুয়াল ফান্ড এ ঢুকে যাবে। আপনাকে কিছুই করতে হবে না। বিন্দাস নাকে তেল দিয়ে ঘুমোবেন।
স্টক আর মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবো?
নিচের এই ছবিটি ক্লিক করে Groww ইনস্টল করলে ১০০ টাকা বোনাস পাবেন।
Groww এ ১০ মিনিটে একাউন্ট খুলতে এই ভিডিও টি দেখে নিন।
Zerodha তেও অ্যাকাউন্ট খুলতে পারেন, বিশেষত যদি Intraday trading এর শখ থাকে
পড়ুন: ডিম্যাট অ্যাকাউন্ট কি?
কোথায় টাকা রাখবো ফিক্সড ডিপোজিট, স্টক মার্কেট নাকি মিউচুয়াল ফান্ড?
সবটাই আপনার বয়স, ঝুঁকি নেয়ার ক্ষমতা, টাকা ইনভেস্ট করে রাখার মতো সময় ইত্যাদির ওপর নির্ভর করে। তাই এই লেখাটি পড়ে নিজে বিচার করুন।
2 Comments
Comments are closed.