বাংলায় SIP ক্যালকুলেটর: দেখুন মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে কত টাকা পাবেন
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকিসাপেক্ষ,’ টিভিতে বিজ্ঞাপনের পর এই সতর্কবাণী সকলেই শুনেছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ মেয়াদে, সঠিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ঝুঁকির সম্ভাবনা বেশ কম। বরং বেশ বড়সড় লাভ হতে পারে।
এবার মিউচুয়াল ফান্ডে কষ্টার্জিত টাকা রাখার আগে ভাবতেও তো হবে যে মেয়াদ শেষে হাতে নগদ কত টাকা পাবেন। তাছাড়া এতোরকমের মিউচুয়াল ফান্ড হয়, সবার বার্ষিক রিটার্ন ও আলাদা। এছাড়াও, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার লোককের ওপর নির্ভর করে। ধরুন ৫ বছর পর মেয়ের বিয়ে দিতে চান, তার জন্য এমন ফান্ড নির্বাচন করতে হবে যা ৫ বছর পর আপনার মেয়ের বিয়ের জন্য যা টাকা দরকার তা আপনাকে এনে দেবে। আবার ধরুন ১০ বছর পর ছেলেকে ভালো কলেজে ভর্তি করতে চান। যেহেতু এখানে অনেকটা সময় পাচ্ছেন, তাই আপনাকে মাসিক SIP ও কম দিতে হবে, আর বার্ষিক সুদের হারও সাধারণ হলেই চলবে।
এতকিছু হিসেব নিকেশ করবেন কিভাবে ? তাই, আপনার দরকার SIP ক্যালকুলেটর। ইংরেজিতে অনেক SIP ক্যালকুলেটর পাবেন , কিন্তু বাংলার মানুষদের সুবিধার্থে আমরা প্রথম বাংলায় সিপ্ ক্যালকুলেটর এনেছি। আপনার এতে সুবিধে হলে সবার সাথে শেয়ার করে দিন।
বাংলায় সর্বপ্রথম মিউচুয়াল ফান্ড SIP ক্যালকুলেটর (Mutual fund SIP calculator in Bengali)
এখানে আপনি আপনার মাসিক কিস্তি, কত বছর পর রিটার্ন চান আর আপনার পছন্দসই ফান্ডের বার্ষিক রিটার্ন দিলে আপনাকে জানিয়ে দেবে আপনি অমুক বছর পর এতো টাকা পাবেন।
SIP ক্যালকুলেটর
Table of Contents
SIP এর কাজ কি?
SIP–এর পুরো অর্থ Systematic Investment Plan. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য এই পদ্ধতির সুযোগ থাকে বিনিয়োগকারীদের হাতে। নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ হয় এই পদ্ধতিতে। মাসে একবার বা ত্রৈমাসিকে একবার করে ওই পরিমাণ অর্থ দেন বিনিয়োগকারী, সেই অর্থ বিনিয়োগ হয় মিউচুয়াল ফান্ডে।
1. আপনি SIP-এ কতটা বিনিয়োগ করতে চান?
প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনি মাসিক বিনিয়োগ করতে চান এমন পরিমাণ নির্বাচন করা। এই পরিমাণটি বিভিন্ন কারণ বিবেচনা করে বেছে নেওয়া উচিত যেমন- আপনারআর্থিক লক্ষ্য, আপনার বর্তমানআয় এবং আপনার নির্দিষ্ট সঞ্চয়। একবার আপনি পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়ে গেলে আপনি সহজেই বিনিয়োগ শুরু করতে পারেন। তাছাড়া, SIP-এ বিনিয়োগের ন্যূনতম পরিমাণ হল INR 500-এর মতো কম৷ নীচের উদাহরণে, নির্বাচিত পরিমাণ হল INR 1,000
2. SIP বিনিয়োগের মেয়াদ?
একটি SIP বিনিয়োগ করার সময়, একটি নির্দিষ্ট আর্থিক লক্ষ্য অর্জনের জন্য আপনি কত বছর বিনিয়োগ করতে পারেন তা আপনার জানা উচিত। উদাহরণস্বরূপ: যদি আমি একটি নতুন বাড়ি কেনার লক্ষ্য নিয়ে 24 বছর বয়সে বিনিয়োগ শুরু করি, তাহলে আমি বিনিয়োগের সময় অনুমান করব 5 বছর এবং সেই অনুযায়ী SIP রিটার্ন গণনা করব। নীচের উদাহরণে, বিনিয়োগের সময় 10 বছর হিসাবে বেছে নেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড বিনিয়োগ সম্পর্কে জানালেন SEBI রেজিস্টার্ড বিনিয়োগ বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি। তাঁর কথায়, ‘দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড বিনিয়োগে কমপক্ষে ১২% রিটার্ন আশা করা যেতে পারে৷ তবে, যদি বিনিয়োগটি খুব দীর্ঘমেয়াদী হয়, তাহলে রিটার্ন বাড়তে পারে৷’
কতটা বাড়তে পারে? ‘১৫-১৬% পর্যন্ত। তবে পর্যাপ্ত হোমওয়ার্ক করে মিউচুয়াল ফান্ড SIP প্ল্যান বাছতে হবে.’ জানালেন জিতেন্দ্র। সোলাঙ্কি জানালেন, ‘সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করলে ৩৪ বছর ধরে কেউ যদি মাসে ১,০০০ টাকা করে বিনিয়োগ করতে থাকেন, তবে সেটা গিয়ে ১ কোটি টাকা দাঁড়াতে পারে।’ অর্থাত্ বেশ কিছুটা ধৈর্য্য ধরতে হবে। অল্প বয়স থেকে ১,০০০ টাকা নষ্ট না করে তা যদি সঠিক খাতে বিনিয়োগ করা যায়, তবে অবসরকালে তা বড় অঙ্কের সঞ্চয় গড়ে তুলতে পারে।
3. বছরে সুদের হার (আনুমানিক %)
মিউচুয়াল ফান্ডে যত বেশি বছর টাকা রাখবেন, সুদের হার ততই বেশি হবে। তবে ধরা যায় ৫ বছর রাখলে বছরে ১২% হারে চক্রবৃদ্ধি সুদ পাবেনই। অর্থাৎ, আনুমানিক ৬ বছরে টাকা দ্বিগুন হবে।
মিউচুয়াল ফান্ডে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে কি হয়?
একজন বিনিয়োগকারী 15 বছরের জন্য প্রতি মাসে ₹10,000 বিনিয়োগ করে, 10 শতাংশ বার্ষিক পদক্ষেপ বজায় রেখে, মিউচুয়াল ফান্ড এসআইপি ক্যালকুলেটর পরামর্শ দেয় যে একজনের ₹10,000 এর এসআইপি ₹1,03,11,841 বা ₹1.03 কোটি লাভ করবে ।
2 Comments
Comments are closed.